চিনের সঙ্গে আলোচনার বার্তা দিল্লির

সে দিনই বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া চিনের নাম না করেও বুঝিয়ে দিলেন, বেজিংয়ের সামরিক বাহিনীর দ্রুত আধুনিকীকরণ নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ০১:৪৪
Share:

নির্মলা সীতারামন

অরুণাচল প্রদেশে দাঁড়িয়ে চিনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সে দিনই বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া চিনের নাম না করেও বুঝিয়ে দিলেন, বেজিংয়ের সামরিক বাহিনীর দ্রুত আধুনিকীকরণ নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

Advertisement

ডোকলামে চিনের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হওয়ার পরে প্রশ্নের মুখে পড়েছিল নরেন্দ্র মোদী সরকারের চিন নীতি। তার পরে চিনের সঙ্গে আলোচনার পথে হেঁটেছেন মোদী। আজ অরুণাচলের রাজধানী ইটানগরে এক অনুষ্ঠানে নির্মলা বলেন, ‘‘এশিয়ায় ভারত ও চিনের সম্পর্কের উপরে এখন অনেক বিষয় নির্ভর করে। তাই আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাতে হবে। দু’দেশের মধ্যে সংঘাত কাম্য নয়।’’

এ দিনই চিন ও পাকিস্তানের নাম না করেই তিনি বলেন, ‘‘প্রতিবেশী দেশের সামরিক বাহিনীর দ্রুত আধুনিকীকরণ উদ্বেগের বিষয়। তবে ভারতীয় বায়ুসেনাও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। যে কোনও বিপদের মোকাবিলায় আমরা তৈরি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement