Supreme Court

স্বাধীন সংস্থার হাতে থাক বিধায়ক, সাংসদ পদ খারিজের ক্ষমতা: সুপ্রিম কোর্ট

বিচারপতিদের যুক্তি, এক জন স্পিকার নিজেও একটি রাজনৈতিক দলেরই সদস্য।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৫:২০
Share:

সুপ্রিম কোর্টে মণিপুরের মন্ত্রীর বিধায়ক পদ খারিজের মামলা। —ফাইল চিত্র

বিধায়ক বা সাংসদ পদ খারিজের ক্ষমতা স্পিকারের হাত থেকে নিয়ে নেওয়া হোক। বরং, সেই সংক্রান্ত আবেদন খতিয়ে দেখুক একটি স্বাধীন ও স্থায়ী সংস্থা। মঙ্গলবার একটি মামলার প্রেক্ষিতে সংসদকে এই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

মণিপুর সরকারের বনমন্ত্রী টি শ্যামকুমারের বিধায়ক পদ খারিজের আবেদন করেছে কংগ্রেস। সেই মামলাতেই এই পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি রোহিংটন ফলি নরিম্যানের নেতৃত্বাধীন তিন বিচারপতির একটি বেঞ্চ এ দিন জানিয়ে দেয়, ‘‘বিধায়ক ও সাংসদদের পদ খারিজের বিশেষ ক্ষমতা স্পিকারের হাতে থাকবে কি না তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা সংসদের পুনর্বিবেচনা করার এটাই সেরা সময়।’’ বিচারপতিদের যুক্তি, এক জন স্পিকার নিজেও একটি রাজনৈতিক দলেরই সদস্য।

ঘটনার সূত্রপাত মণিপুর সরকারের যে মন্ত্রীকে নিয়ে সেই টি শ্যামকুমার ভোটে জিতেছিলেন কংগ্রেসের টিকিটে। তার পর তিনি বিজেপিতে যোগ দেন এবং মন্ত্রী হন। তাঁর বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারের কাছে আবেদন করেছিল কংগ্রেস। কিন্তু, তা নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় আদালতে যায় কংগ্রেস।

Advertisement

আরও পড়ুন: বিশ্বের উন্নয়নকে নিম্নমুখী করছে ভারতের আর্থিক ঝিমুনি, মত আইএমএফের

আরও পড়ুন: শোপিয়ানের পর অবন্তিপুরা, ফের এনকাউন্টারে নিহত ২ জঙ্গি, আহত ২ জওয়ানও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement