আমজনতা পুরনো নোটে টাকা জমা করলে তা সাদা না কালো, তার বিচার হবে। কিন্তু রাজনৈতিক দলগুলি যত খুশি টাকা জমা করলেও কোনও সমস্যা নেই। আজ কেন্দ্রীয় অর্থসচিব অশোক লাভাসা থেকে রাজস্ব সচিব হাসমুখ আঢ়িয়া, দু’জনেই জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলই আয়কর আইনের আওতায় পড়ে না। কারণ তাদের কোনও কর মেটাতে হয় না। যার অর্থ, বিজেপি, কংগ্রেস বা সিপিএমের কোষাধ্যক্ষ যত খুশি পুরনো নোট পার্টির অ্যাকাউন্টে জমা করতে পারেন। সেই টাকার উৎস কেউ জানতে চাইবেন না। কালো টাকা হলেও কোনও কর বা জরিমানা দিতে হবে না।
প্রশ্ন উঠেছে, রাজনৈতিক নেতারা নিজেদের কালো টাকা পার্টির তহবিলে জমা করে দিচ্ছেন না, তারই বা নিশ্চয়তা কোথায়? রাজনৈতিক দলগুলিকে এই সুযোগ না দিতে আয়কর আইনের সংশোধন হল না কেন, প্রশ্ন তা নিয়েও। শাসক দল বিজেপির পাশাপাশি কংগ্রেস বা সব বিরোধী দলেরই এতে সুবিধা। তাই সকলেই এ বিষয়ে চুপ। বর্তমান আয়কর আইনের ১৩এ ধারা অনুযায়ী, রাজনৈতিক দলগুলির আয়ে কোনও আয়কর দিতে হয় না। সেই আয় সম্পত্তি থেকে বা চাঁদা থেকেও হতে পারে। এই আয়কর ছাড়েও কোনও ঊর্ধ্বসীমাও নেই। কর বিশেষজ্ঞদের বক্তব্য, এই আইনের ফাঁক গলে যে কেউই নিজের কালো টাকা পার্টির তহবিলে চাঁদা হিসেবে জমা করতে পারেন। পরে আবার সুযোগ মতো দলের খরচ হিসেবে তা তুলে নিলেই হল।