Gujarat

Gujarat: গুজরাতে গুটখা ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা, উদ্ধার হিসাব বহির্ভূত ১০০ কোটির সম্পত্তি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ০৯:০৯
Share:

প্রতীকী ছবি।

গুজরাতে এক গুটখা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে হিসাব বহির্ভূত ১০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করলেন আয়কর দফতরের আধিকারিকরা। গত ১৬ নভেম্বর আমদাবাদে ১৫টি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। তখনই তাদের হাতে এই বিপুল পরিমাণ টাকা আসে। যদিও ব্যবসায়ীর পরিচয় প্রকাশ্যে আনেননি তদন্তকারীরা।

আয়কর দফতর সূত্রে খবর, তল্লাশি অভিযান চালানোর সময় নগদ সাড়ে সাত কোটি টাকা এবং চার কোটি টাকার গয়না উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, লেনদেন সংক্রান্ত বহু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সব মিলিয়ে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে দাবি আয়কর বিভাগের।

Advertisement

তদন্তকারীরা আরও জানিয়েছেন, আয়কর ফাঁকি দিতে বেনামে বহু সম্পত্তি কিনে রেখেছিলেন ওই ব্যবসায়ী। কোথায় কোথায় সেই টাকা বিনিয়োগ করা হয়েছে তার সন্ধান চালানো হচ্ছে। ইতিমধ্যেই ব্যবসায়ীর সমস্ত লেনদেন বন্ধ করে দিয়েছে আয়কর দফতর। ব্যাঙ্ক লকার সিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement