গ্র্যাচুইটিতে আয়করের ঊর্ধ্বসীমা বেড়ে হল ২০ লক্ষ পর্যন্ত।
গ্র্যাচুইটিতে প্রাপ্ত টাকার উপর আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করে দিল কেন্দ্র। আজ এই ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইটারে জানিয়েছেন, গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত অর্থের উপর আয়কর ছাড়ের সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ পর্যন্ত করা হয়েছে।
এই ঘোষণায় কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীরা আয়করের ক্ষেত্রে বড় সুবিধা পাবেন। তবে কোন তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে, তা জানানো হয়নি। জেটলি টুইটারে লিখেছেন, আয়কর আইনের ১০ (১০) (III) নম্বর ধারায় এই ছাড় পাবেন সরকারি ও বেসরকারি কর্মীরা।
সরকারি চাকরি থেকে অবসর নেওয়া বা চাকরি ছাড়ার পর গ্র্যাচুইটি বাবদ মোটা টাকা পান কর্মীরা। অনেক বেসরকারি সংস্থাতেও এই নিয়ম রয়েছে। তাঁরাও একই সুবিধা পান। জেটলির এই ঘোষণায় সেই সব কর্মীরা আয়করের ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় পাবেন।
আরও পড়ুন: ফের প্রকাশ্যে পাকিস্তানের দ্বিচারিতা, জঙ্গি শীর্ষনেতাই এবার ইমরানের দলে
আরও পড়ুন: জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ, গুরুতর জখম ১৮
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)