আয়কর ফাঁকি দিলে ব্লক করা হবে প্যান কার্ড, ঋণ, গ্যাসে ভর্তুকি

আয়করে ফাঁকি দিয়ে আর খুব সহজে রেহাই মিলবে না। রোখা হবে প্যান কার্ড। বন্ধ করা হবে গ্যাসে ভরতুকি। গাড়ি, বাড়ি ঋণও পাওয়া যাবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ১৯:৪৪
Share:

আয়করে ফাঁকি দিয়ে আর খুব সহজে রেহাই মিলবে না।

Advertisement

নানা রকমের হ্যাপা সামলাতে হবে। পদে পদে। ফ্ল্যাট, বাড়ি, গাড়ি কেনার জন্য ব্যাঙ্ক ঋণ নিতে চাইলে, পাবেন না। কোনও বড় শিল্প বা ব্যবসার জন্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলোর কাছ থেকে ওভারড্রাফ্ট নিচে তাইলে, পাবেন না। গ্যাসের সিলিন্ডার বাড়িতে আসার সাত দিনের মধ্যে ভরতুকির যে টাকাটা এত দিন ঠিকঠাক ভাবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়ে যেত, তা আর জমা পড়বে না। ব্যাঙ্কে পাসবুক ‘আপডেট’ করাতে গেলে দেখবেন, ভরতুকির টাকাটা জমা পড়েনি। এখন সব কাজেই প্যান কার্ড লাগে। নতুন ভোটার কার্ড করতে। পাসপোর্টের জন্য তো বটেই। গাড়ি ও বাড়ি ঋণ পেতেও। কিন্তু সেই প্যান কার্ডটাই অকেজো, অচল করে দেওয়া হবে। প্যান কার্ড থেকেও তা কোনও কাজে লাগবে না।

আরও পড়ুন- একশোয় একশো, বিদেশি লগ্নির পর্দা ওঠায় উচ্ছ্বসিত শিল্পমহল

Advertisement

বকেয়া আয়করের টাকা উদ্ধার করতে এ বার এই সব কড়া কড়া ব্যবস্থা নিতে চলেছে আয়কর দফতর। চলতি অর্থবর্ষেই। ২০ কোটি টাকার ওপর আয়কর বকেয়া রয়েছে, এমন ব্যক্তিদের নামধাম ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশ করা শুরু করেছে আয়কর দফতর। প্রকাশ করা হয়েছে ৬৭ জনের নাম। আরও করা হবে। সঙ্গে থাকবে গ্রেফতারি, আটক, জেল, জরিমানাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement