ছবি: সংগৃহীত।
দক্ষিণী সিনেমার প্রযোজক জিএন আনবু চেজ়িয়ানের বাড়ি ও অফিসে একযোগে তল্লাশি চালাল আয়কর দফতর। এ ছাড়াও ওই প্রযোজকের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন বহু জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এই নিয়ে তৃতীয় বার চেজ়িয়ান আয়কর দফতরের তল্লাশির মুখে পড়লেন। সূত্রের খবর, দক্ষিণী সিনেমার আরও কয়েকজন প্রযোজকের দিকেও নজর রয়েছে আয়কর দফতরের।
আজ ভোর রাতে তামিলনাড়ুর মাদুরাই এবং চেন্নাইয়ে চেজ়িয়ানের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলিতে তল্লাশি অভিযান শুরু করেন আয়কর দফতরের আধিকারিকেরা। মাদুরাইয়ের ৪০টির বেশি জায়গা এবং চেন্নাইয়ের ১০টি জায়গায় আয়কর দফতর হানা দেয়। মাদুরাইয়ে চেজ়িয়ানের বাড়িতে এবং চেন্নাইয়ে গোপাপুরম সিনেমার অফিসেও তল্লাশি করা হয়েছে। সূত্রের খবর, বেশ কয়েকটি সিনেমায় প্রযোজক হিসেবে চেজ়িয়ান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন। এ ছাড়াও প্রচুর টাকা ঋণ নেওয়ার নজির রয়েছে তাঁর। ২০১৭ সালের নভেম্বরে প্রযোজক অশোক কুমারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল চেজ়িয়ানের বিরুদ্ধে।
চেজ়িয়ানের কাছ থেকে বেশ কয়েকজন প্রযোজক ঋণ নিয়েছেন। তাঁদের ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। সূত্রের খবর,তাঁদের কাছে অফিসারেরা জানতে চাইবেন কেন এবং কত টাকা ঋণ হিসেবে তাঁরা নিয়েছিলেন।