Uttar Pradesh

গাড়ি কেনার টাকা জোটাতে দেড় লক্ষ টাকায় সন্তানকে বিক্রি উত্তরপ্রদেশে

পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে শিশুটিকে উদ্ধার করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৬:১৩
Share:

প্রতীকী ছবি

নতুন গাড়ি চাই, তাই সদ্যোজাত সন্তানকে অবলীলায় বিক্রি করে দিলেন মা বাবা। উত্তরপ্রদেশের কনৌজে ঘটে যাওয়া এই ঘটনা জানার পর অবাক পুলিশ থেকে সাধারণ মানুষ, সকলেই।

Advertisement

বৃহস্পতিবার ওই শিশুটির দাদু-দিদা তিরওয়া থানায় হঠাৎই হাজির হয়ে অভিযোগ করেন, তাঁদের মেয়ে-জামাই সদ্যোজাতকে বিক্রি করে দিয়েছে মাত্র দেড় লক্ষ টাকার বিনিময়ে। সেই টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা করেছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, পুলিশের কাছে ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত অভিযোগ জমা পড়েছে। কার কাছে শিশুটিকে বিক্রি করার অভিযোগ করা হয়েছে হয়েছে, তাও জানতে পেরেছে পুলিশ। এখনও পর্যন্ত শিশুটি ‘ক্রেতা’-র কাছেই রয়েছে। শুক্রবার শিশুটির মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ। দ্রুত তদন্তের কাজ করা হচ্ছে। যদি প্রমাণিত হয়, শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল, তা হলে উচিত শাস্তি হওয়ার পাশাপাশি, নিজের পরিবারের কাছেই ফিরিয়ে দেওয়া হবে শিশুটিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement