প্রতীকী ছবি।
সরকারি চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করল পুলিশ। রবিবার গভীর রাতে শাহজাহানপুরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের করণ গুপ্ত নামে ওই চিকিৎসক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন, বিজেপি নেতা রাজকমল বাজপেয়ী তাঁকে পিস্তল উঁচিয়ে খুনের হুমকি দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ শাহজাহানপুর মহানগর বিজেপির সহ-সভাপতি রাজকমলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।
শাহজাহানপুরের অতিরিক্ত পুলিশ সুপার (শহর) সঞ্জয় কুমার জানান, শহরের বাসিন্দা আনশুল অগ্নিহোত্রীকে বুকে ব্যথার কারণে রবিবার মধ্যরাতে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর জন্য আনা হয়েছিল। সে সময় চিকিৎসক গুপ্ত কর্তব্যরত ছিলেন। অভিযোগ, রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ঢুকে হাঙ্গামা শুরু করেন রাজকুমার।
সঞ্জয় বলেন, ‘‘পুলিশের কাছে দায়ের করা এফআইআরে চিকিৎসক গুপ্ত জানিয়েছেন, প্রথমে তাঁর ঘাড় এবং জামার কলার চেপে ধরে হেনস্থা করেন রাজকুমার। এর পর পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেন। যদিও সে সময় রোগীকে প্রাথমিক চিকিৎসার পরে ইসিজি করতে পাঠানো হয়েছিল। আমরা অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছি।’’
রাজকুমার সোমবার বলেন, ‘‘অগ্নিহোত্রীর পরিবার আমার পরিচিত। তাঁরা অভিযোগ করেছিলেন হাসপাতালে চিকিৎসার অবহেলা হচ্ছে। তাই খোঁজ নিতে গিয়েছিলাম। কাউকে হেনস্থা করিনি।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘হাসপাতালে গিয়ে দেখতে পাই রোগীর চিকিৎসা করার বদলে ওই ডাক্তার বসে মোবাইলে গেমস খেলছেন। তাই তাঁকে দায়িত্ব পালন করতে বলেছিলাম। তখন তিনি আমাদের জানান, ওখানে চিকিৎসা সম্ভব নয়, রোগীকে অন্য কোথাও নিয়ে যেতে। এর পর রোগীকে নিয়ে যাওয়ার জন্য একটি স্ট্রেচারের ব্যবস্থা করতে বলায় তিনি আমাদেরই স্ট্রেচার খুঁজে নিতে বলেন। শেষ পর্যন্ত রোগীকে নিজেদের উদ্যোগে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।’’