Parliament Budget Session 2025

লোকসভায় ৩৫টি সংশোধনী-সহ পাশ হয়ে গেল বাজেট, ৬ শতাংশ ডিজিটাল কর প্রত্যাহারের সিদ্ধান্ত

কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬-এ মোট ৫০.৬৫ লক্ষ কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে, যা চলতি অর্থবর্ষের (২০২৪-২৫) তুলনায় ৭.৪ শতাংশ বেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৭:৫৯
Share:
In second phase of Budget Session of Parliament, Lok Sabha passes Finance Bill 2025

লোকসভার অধিবেশন। ছবি: পিটিআই।

লোকসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের অর্থবিল পাশ করিয়ে নিল নরেন্দ্র মোদী সরকার। মোট ৩৫টি সংশোধনী-সহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাব সংসদীয় বিধি মেনে মঙ্গলবার অর্থবিল হিসাবে পাশ হল সংসদের নিম্নকক্ষে।

Advertisement

এর পরে রাজ্যসভার অনুমোদন পেলেই সম্পন্ন হয় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। কেন্দ্রীয় বাজেটে ২০২৫-২৬-এ মোট ৫০.৬৫ লক্ষ কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে, যা চলতি অর্থবর্ষের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাবিত মোট মূলধনী ব্যয় ১১.২২ লক্ষ কোটি টাকা এবং কার্যকর মূলধনী ব্যয় ১৫.৪৮ লক্ষ কোটি টাকা।

মঙ্গলবার লোকসভায় বাজেট প্রস্তাবের উপর যে ৩৫টি সংশোধনী পাশ হয়েছে, তার মধ্যে অন্যতম হল ৬ শতাংশ ডিজিটাল কর (‘গুগ্‌ল কর’ নামেও যা পরিচিত) প্রত্যাহারের সিদ্ধান্ত। বাজেট প্রস্তাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলিতে খরচ হবে প্রায় ৫ লক্ষ ৪২ হাজার কোটি টাকা। ২০২৪-২৫-এ এই অঙ্ক ছিল ৪ লক্ষ ১৫ হাজার কোটি। অন্য দিকে, কেন্দ্রীয় প্রকল্পগুলির খরচ ১৫ লক্ষ ১৩ হাজার কোটি থেকে বেড়ে হবে ১৬ লক্ষ ২৯ হাজার কোটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement