ফাইল চিত্র।
চাঁদিফাটা গরমে অভ্যস্ত মরুরাজ্য হিমাঙ্কের অনেকটাই নীচে নামল তাপমাত্রা। অবিরাম কনকনে ঠান্ডা হাওয়ায় রবিবার রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রার পারদ এসে থামল মাইনাস ৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার রাজস্থানের সিকর জেলার ফতেপুরে এই তাপমাত্রা ছিল। এ ছাড়া রাজ্যের অন্যান্য জেলাতেও ৩ থেকে ৫ ডিগ্রে সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করেছে সর্বনিম্ন তাপমাত্রা।
দিল্লির আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকেই রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে কমতে শুরু করবে তাপমাত্রা। দিল্লি এবং সংলগ্ন এলাকায় বইতে পারে শৈত্যপ্রবাহও। যার জেরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামবে। সেক্ষেত্রে কি রাজস্থানে হিমাঙ্কের আরও নিচে নামবে তাপমাত্রা? এই প্রশ্নই ঘোরাফেরা করছে মরুরাজ্যে।