প্রতীকী ছবি
লকডাউনের মধ্যেই মঙ্গলবার দিল্লি থেকে দেশের ১৫ শহরে ফের ট্রেন চলাচল শুরু হচ্ছে। কিন্তু দেশে করোনা সংক্রমণ বাড়ছেই। সে দিকে নজর রেখেই বিশেষ ট্রেনের যাত্রীদের জন্য গাইডলাইন দিল রেল। ট্রেনে ওঠার আগে যাত্রীদের সেই গাউডলাইন মেনে চলার পরামর্শ দেোয়া হয়েছে।
স্টেশনে প্রবেশ থেকে শুরু করে গন্তব্যস্থলে পৌঁছন পর্যন্ত, যাত্রীদের একাধিক বিধি মেনে চলতে বলছে রেল। একনজরে দেখে নেওয়া যাক কী রয়েছে ওই গাইডলাইনে।
আরও পড়ুন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ২,২৯৩
প্রায় ছ’সপ্তাহ পর এ দিন থেকে চালু হতে চলেছে রেল পরিষেবা। ট্রেনে যাত্রীদের প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। যাতে কেউ কারও মুখোমুখি না হন। এ দিন বিকেলে প্রথম ট্রেন ছাড়ার কথা ডিব্রুগড়, বেঙ্গালুরু ও বিলাসপুরের উদ্দেশে। এ ছাড়াও এ দিনই ওই বিশেষ প্যাসেঞ্জার ট্রেন হাওড়া, পটনা, মুম্বই ও আমদাবাদও রওনা দেওয়ার কথা। ১২ মে থেকে ২০ মে পর্যন্ত রেল যে সব ট্রেন চালাবে তার টাইম টেবলও প্রকাশ করা হয়েছে। তবে ১৬ মে এবং ১৯ মে কোনও ট্রেন চালানো হবে না। দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এ দিনই দেশে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। সে দিকে নজর রেখেই যাত্রীদের জন্য গাইডলাইন জারি করল রেল।
আরও পড়ুন: ১৮ মে চালু হতে পারে ঘরোয়া উড়ান
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)