প্রতীকী ছবি।
প্রতি বছরই দেশে ২,০০০ টাকার নোটের ব্যবহার কমছে। রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) বার্ষিক প্রতিবেদন জানাচ্ছে, ভারতের বাজারে ২,০০০ টাকার নোটের মোট সংখ্যা এখন ২১৪ কোটি। যা বাজারে মোট নোটের সংখ্যার মাত্র ১.৬ শতাংশ।
অন্য দিকে, আরবিআই-এর রিপোর্ট জানাচ্ছে, এখনও বাজারে রয়েছে ৪,৫৫৪ কোটি ৬৮ লক্ষ ৫০০ টাকার নোট। প্রসঙ্গত, ২০১৬-র নভেম্বরে নোটবন্দির পরে ২০০০ টাকা এবং নতুন ৫০০ টাকার নোট চালু করেছিল নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু গোড়া থেকেই ঢিমেতালে বাজারে এসেছে ২০০০ টাকার নোট। বস্তুত, এখন এটিএমে ২,০০০ টাকার নোট প্রায় মেলেই না।
গত বছর মার্চে বাজারের ২,০০০ টাকার নোটের সংখ্যা ছিল ২৪৫ কোটি। যা বাজারে মোট নোটের সংখ্যার প্রায় ২ শতাংশ। তার আগে ২০০০ সালে শীর্ষ ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছিল, ভারতে ২৭৪ কোটি ২,০০০ টাকার নোট চালু রয়েছে। যা মোট নোটের প্রায় আড়াই শতাংশ ছিল। অর্থাৎ গত দু’বছরে তা আরও কমেছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করেন, জাল নোটের সমস্যা এড়াতেই ধীরে ধীরে ২,০০০ টাকার নোটের সংখ্যা কমিয়ে দিচ্ছে আরবিআই।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।