Eve Teaser

সম্ভ্রম বাঁচাতে বিহারে চলন্ত বাস থেকে ঝাঁপ শিলিগুড়ির তরুণীর! অবস্থা গুরুতর

ওই বাসটির খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্য দিকে, পূর্ণিয়ার সরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তরুণীর মাথায় গুরুতর আঘাত রয়েছে। শরীরের বেশ কয়েক’টি জায়গায় চোট রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:৪৫
Share:

মহিলা পুলিশকে জানিয়েছেন, বাসে ওঠার পর থেকেই কয়েক জন যুবক তাঁর উদ্দেশে অশোভন কথাবার্তা বলছিলেন। —প্রতীকী চিত্র।

সম্ভ্রম রক্ষা করতে চলন্ত বাস থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রাস্তাতেই। বুধবার কাকভোরে ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ায়। পুলিশ সূত্রে খবর, জখম ওই তরুণী উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে বৈশালী যাচ্ছিলেন।

Advertisement

আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। তিনি পুলিশকে জানিয়েছেন, বাসে ওঠার পর থেকেই কয়েক জন যুবক তাঁর উদ্দেশে অশোভন কথাবার্তা বলছিলেন। এর পর তাঁর শরীরে হাত দেওয়ার চেষ্টা করা হয়। তিনি অসহায় বোধ করেন। বাসে খুব বেশি যাত্রীও ছিল না। তাই নিজেকে বাঁচাতে তিনি চলন্ত বাস থেকেই রাস্তায় ঝাঁপ দেন। ওই বাসটি আর দাঁড়ায়নি।

সংবাদ সংস্থা এএনআইকে পূর্ণিয়া জেলার পুলিশ সুপার জানান, ভোরের দিকে রাস্তার উপর এক মহিলাকে পড়ে থাকতে দেখেন কয়েক জন স্থানীয় বাসিন্দা। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশকর্মীরা সেখানে পৌঁছলে ওই মহিলা জানান, কয়েক জন যুবক তাঁকে হেনস্থা করায় তিনি বাস থেকে ঝাঁপ দিয়েছিলেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তরুণীর বয়ান নেওয়া হয়েছে।

Advertisement

ওই বাসটির খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্য দিকে, পূর্ণিয়ার সরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তরুণীর মাথায় গুরুতর আঘাত রয়েছে। শরীরের বেশ কয়েক’টি জায়গায় চোট রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement