এই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রং হালকা বেগুনি। ঠিক যেন নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোটের মতো। টাকার সুরক্ষার জন্য একটি নোটে যত রকম নিরাপত্তা ব্যবস্থা থাকে, এ ক্ষেত্রেও রয়েছে যেন সবকটিই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই, ওয়াটারমার্ক, হিন্দি, দেবনাগরীতে লেখা রয়েছে টাকার মূল্য, নির্দিষ্ট স্থানে রয়েছে অশোকস্তম্ভও। ঠিক যেন নতুন ২০০ টাকার নোট!
সম্প্রতি ওই নোটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে কি ফের নতুন নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক? খবর ছড়িয়ে পড়ে এই নতুন ২০০ টাকার নোট বাজারে আসছে বলে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশের জঙ্গলে খোঁজ মিলল বাস্তবের ‘মোগলি’র!
মাস খানেক আগে এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে ইঙ্গিত মেলে নতুন নোটের। ওই খবর জানা যায় যে, বাজারে নতুন নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। তাতে নাকি আরবিআই বোর্ডের সম্মতিও মিলেছে। কেন্দ্র তাতে সিলমোহর দিলেই নাকি নতুন সেই নোট ছাপা শুরু হবে। তবে নতুন ওই নোটটি ২০০ টাকার হবে কি না তা তাতে উল্লেখ করা ছিল না। এর পরেই ২০০ টাকা নোটের ওই ছবি ভাইরাল হয়।
এই নতুন নোটগুলির সঙ্গে মিল রয়েছে ২০০ টাকার নোটটির
তবে কি সত্যিই নতুন ২০০ টাকার নোট এনেছে রিজার্ভ ব্যাঙ্ক?
রিজার্ভ ব্যাঙ্কের তরফে অবশ্য সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিষয়টি। রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন বলেন, ‘‘এমন কোনও পরিকল্পনা এখনই নেই। সাধারণ মানুষের কথা মাথায় রেখে সেন্ট্রাল ব্যাঙ্কিং ইনস্টিটিউশন ক্যাশলেস লেনদেনকেই প্রাধান্য দিচ্ছে।’’