National News

প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ ২৩ হাজার আমানতকারী, দেশ ছেড়ে চম্পট পঞ্জি সংস্থার মালিক

বেঙ্গালুরু পুলিশ এই খবর দিয়ে জানিয়েছে, মহম্মদ মনসুর খানের নামে লুক-আউট নোটিস জারি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৯ ১৮:২৩
Share:

মহম্মদ মনসুর খান। - ফাইল ছবি।

যাঁর সংস্থায় টাকা রেখে প্রায় ২৩ হাজার আমানতকারী প্রতারিত হয়েছেন বলে অভিযোগ, সেই আইএমএ গ্রুপের প্রতিষ্ঠাতা ও মালিক মহম্মদ মনসুর খান ভারত ছেড়ে পালিয়ে গিয়েছেন। গত ৮ জুন, শনিবার রাতে। আমানতকারীদের তরফে প্রথম লিখিত অভিযোগ পুলিশের কাছে জমা পড়ার এক দিন আগে। বেঙ্গালুরু পুলিশ এই খবর দিয়ে জানিয়েছে, মহম্মদ মনসুর খানের নামে লুক-আউট নোটিস জারি করা হয়েছে।

Advertisement

হোয়াটসঅ্যাপের গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়েছে আরও একটি খবর। একটি অডিও ক্লিপ। গত রবিবার (৯ জুন) তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ওই অডিও ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, তিনি আত্মহত্যা করার সময়ে পৌঁছে গিয়েছেন। পুলিশের অনুমান, অডিও ক্লিপে যাঁর গলা শোনা গিয়েছে, সম্ভবত তিনিই মহম্মদ মনসুর খান। সেই অডিও ক্লিপ হোয়াটসঅ্যাপের গ্রুপে গ্রুপে দ্রুত ছড়িয়ে পড়ার পর ওই পঞ্জি স্কিমের হাজার হাজার আমানতকারীকে ছুটে আসতে দেখা যায় বেঙ্গালুরুর কমার্শিয়াল স্ট্রিট পুলিশ স্টেশনে, লিখিত অভিযোগ জানাতে। সেই রবিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত প্রায় ২৩ হাজার লিখিত অভিযোগ জমা পড়েছে বলে পুলিশ সূত্রের খবর।

পুলিশ বলছে, আইএমএ গ্রুপের প্রতিষ্ঠাতা ও মালিকের পালিয়ে যাওয়াটা যেমন ঘটনা, তেমনই তার জেরে ঘটেছে একটি দুর্ঘটনাও। হৃদরোগে মৃত্যু হয়েছে ওল্ড গুড্ডালাহাল্লির বাসিন্দা আবদুল পাশার। ৫৪ বছর বয়সী পাশা ৮ লক্ষ টাকা জমা রেখেছিলেন আইএমআই গ্রুপের পঞ্জি স্কিমে। পুলিশের কাছে অভিযোগ জানাতে পাশা বেঙ্গালুরুতে আসছিলেন ওল্ড গুড্ডালাহাল্লি থেকে। পথে মাইসুরু রোডের কাছে তাঁর মৃত্যু হয় হৃদরোগে।

Advertisement

পুলিশ জানাচ্ছে, রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা, দুই-ই কম ছিল তিন মেয়ে ও এক ছেলের বাবা পাশার। জুলাইয়ে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর একটি মেয়ের। তা নিয়েই এক জনের সঙ্গে কথা বলছিলেন পাশা। তখনই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় পাশার।

কর্নাটক রাজ্য সচিবালয়ের একটি সূত্র জানাচ্ছেন, নিজে পালানোর আগেই পরিবার, পরিজনকে অন্য কোনও দেশে পাঠিয়ে দেন মনসুর খান। মনসুরকে নিয়ে বিমান দুবাই উড়ে যায় গত শনিবার রাত পৌনে ন’টায়। খবরাখবর নিয়ে জানা গিয়েছে, ওই দিন মনসুর তাঁর ‘জাগুয়ার’ গাড়িটি নিয়ে সন্ধ্যায় রওনা হয়ে গিয়েছিলেন বিমানবন্দরের দিকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁর গতিবিধি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, এই খবর পাওয়ায় সেই সময় মনসুরকে খুব উত্তেজিত দেখাচ্ছিল বলে জানিয়েছেন তাঁর জনাকয়েক ঘনিষ্ঠ।

আরও পড়ুন- ‘ডাক্তাররা কেন বার বার মার খাবেন?’ টুইটারে লিখলেন দেব, পাশে স্বস্তিকা-শুভশ্রী-ঋদ্ধি​

আরও পড়ুন- স্মার্টফোনে লুডো খেলা নিয়ে ঝামেলা! বেঙ্গালুরুতে বন্ধুর হাতে খুন রাজ্যের যুবক​

আইএমএ গ্রুপের যে সাত জন অধিকর্তাকে বুধবার গ্রেফতার করা হয়েছে, তাঁদের অন্যতম নিজামুদ্দিন আজিমুদ্দিনের শিবাজী নগরের বাড়ি থেকে পরে মনসুরের একটি ‘জাগুয়ার’ ও একটি ‘রেঞ্জ রোভার’ গাড়ি পুলিশ আটক করেছে। গত ৯ জুন, রবিবার মনসুরের এক বন্ধু ব্যবসার পার্টনার মহম্মদ খালিদ আহমেদ পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, মনসুর তাঁর ৪ কোটি ৮০ লক্ষ টাকা গায়েব করে দিয়েছেন। গত মার্চ থেকেই তাঁর পঞ্জি স্কিমের আমানতকারীদের সুদ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন মনসুর।

পুলিশ বলছে, গত শনিবার দুবাইগামী বিমানের বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন মনসুর। যাত্রীতালিকা থেকে সেটা জানা গিয়েছে। এক পুলিশকর্তা বলছেন, ‘‘আমাদের সন্দেহ, তার আগের বিমানেই পরিবারের লোকজনকে দুবাই রওনা করিয়ে দিয়েছিলেন মনসুর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement