রোহিত নেগি নিজস্ব চিত্র
আইআইটি গুয়াহাটি তৈরি হওয়ার ২৭ বছরের ইতিহাসে এই প্রথম ক্যাম্পাস প্লেসমেন্টে একসঙ্গে ৮৪৩ জন ছাত্রছাত্রী চাকরি পেলেন। তাঁদের মধ্যে ছাত্রী ১৩৩ জন। সবচেয়ে বেশি, বার্ষিক ২ কোটি ৫ লক্ষ টাকার বেতন পেয়ে আরও এক নজির গড়লেন এমটেকের ছাত্র রোহিত নেগি। গত বছর ক্যাম্পাসিংয়ে কাজের প্রস্তাব পেয়েছিলেন ৬১০ জন।
উত্তরাখণ্ডের ছোট্ট গ্রাম রামদয়ালপুরের কৃষক পরিবারের ছেলে রোহিতের পরিবারের সারা মাসের মোট খরচ দশ হাজারও ছোঁয় না। বাবা চাষি। মা গৃহবধূ, দিদি নার্সের কাজ করেন। মেধাবী ছাত্র হলেও কোটদ্বারের রোহিত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক হওয়ার সময় আহামরি ফল করতে পারেননি। কিন্তু কঠোর চেষ্টায় পাশ করেন গেট। সুযোগ পান গুয়াহাটি আইআইটিতে। এমটেক দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই রোহিত আন্তর্জাতিক অ্যাপ ক্যাব সংস্থা উবারে মাসে প্রায় ১৮ লক্ষ টাকা বেতনে চাকরির প্রস্তাব পেলেন। কোটদ্বারের কেউ এর আগে এত টাকা বেতনের চাকরি পাননি। রোহিত বলেন, “বেতনের পরিমাণ এতটাই বেশি যে এখনও তাঁর ও তাঁর পরিবারের কাছে এটা স্বপ্নের মতোই ঠেকছে।”
গুয়াহাটি আইআইটির কেরিয়ার ডেভেলপমেন্ট বিভাগের প্রধান অভিষেক কুমার জানান, চলতি সপ্তাহে প্রথম পর্যায়ের প্লেসমেন্ট শেষ হয়েছে। নিয়োগকারী সংস্থাগুলির মধ্যে রয়েছে উবার, মাইক্রোসফ্ট, গুগল, অ্যাপ্ল, গ্র্যাভিটেশন, অ্যাকসেনচার. ইনটেল, মার্সিডিজ়, স্কামবার্গার ইত্যাদি। রোহিতের প্যাকেজ সর্বোচ্চ। সবচেয়ে কম প্যাকেজ বছরে ৬ লক্ষ ২৫ হাজার টাকা। গড় প্যাকেজ মিলেছে বছরে ২৩ লক্ষ ৭৩ লক্ষ টাকা।
রোহিত-রূপকথা আশা দেখাচ্ছে অন্যদেরও। কুমার জানান, প্রথম পর্যায়ের প্লেসমেন্টে এত ভাল সুযোগ মেলায় দ্বিতীয় পর্যায়ের প্লেসমেন্টের জন্য অনেক বেশি ছাত্রছাত্রী নাম লেখাচ্ছেন। অনেক নাম করা সংস্থাও ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে। বর্তমানে গুয়াহাটি আইআইটিতে ছাত্রছাত্রীর সংখ্যা ছ’হাজারের বেশি। শিক্ষক ৪৩২ জন।