ছবি সংগৃহীত।
দ্রুত এগোচ্ছে বা উদীয়মান (রাইজ়িং), বিশ্বের এমন ১০০টি গবেষণা সংস্থার মধ্যে ৫৯ নম্বরে জায়গা করে নিল ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার) কলকাতা’।
‘নেচার ইন্ডেক্স’ বিশ্বের সেরা ৮২টি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রের উপরে সমীক্ষা চালিয়ে থাকে। উন্নত মানের গবেষণার নিরিখে এই তালিকা প্রকাশ করে থাকে তারা। ফলে এতে ঠাঁই পাওয়াটাকে বিশেষ মর্যাদাপূর্ণ বলেই মনে করে থাকেন বিজ্ঞানী ও গবেষকেরা।
মাদ্রাজ আইআইটি এই তালিকায় রয়েছে ৮২ নম্বরে। আইসার কলকাতা ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে পঞ্চম ও দেশের সব প্রতিষ্ঠানের মধ্যে অষ্টম স্থানে রয়েছে। বিশ্বের সেরা ৫০০টি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ভারতের সংস্থা রয়েছে মাত্র ১০টি। এই তালিকায় আইসার কলকাতার স্থান ৩৪০ নম্বরে। দেশে আইসার রয়েছে মোট ৭টি। ২০০৬-এ প্রথম দু’টি স্থাপিত হয় কলকাতা ও পুণেতে। গবেষণার উন্নত মান ধরে রাখাই লক্ষ্য এখন কলকাতার এই বিশ্বমানের প্রতিষ্ঠানটির।