National News

সরকারি নির্দেশ উপেক্ষা করলেন অলোক বর্মা, মন্ত্রক জানাল, শাস্তি হবেই

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও জানিয়ে দিল, অলোকের এই আচরণকে তারা মোটেই মেনে নেয়নি। অবসরের পর অলোকের যা যা সুযোগসুবিধা পাওয়ার কথা, সেই সবই আটকে দেওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ২০:৪৫
Share:

অলোক বর্মা। ফাইল ছবি।

সরকারি নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার তাঁর নতুন দায়িত্ব গ্রহণই করলেন না সিবিআইয়ের বরখাস্ত হওয়া প্রধান অলোক বর্মা। আজ তাঁর যোগ দেওয়ার কথা ছিল দমকল বাহিনী, অসামরিক প্রতিররক্ষা ও হোমগার্ড বাহিনীর ডিরেক্টর জেনারেল পদে। কিন্তু অলোক অফিসেই গেলেন না প্রতিবাদে। আজই ছিল অলোকের চাকরি জীবনের শেষ দিন।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও জানিয়ে দিল, অলোকের এই আচরণকে তারা মোটেই মেনে নেয়নি। অবসরের পর অলোকের যা যা সুযোগসুবিধা পাওয়ার কথা, সেই সবই আটকে দেওয়া হবে। নতুন কাজে যোগ না দেওয়ায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তাঁকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই মাসের গোড়ায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে ইস্তফা দিয়েছিলেন অলোক। কিন্তু অলোকের পদত্যাগপত্র গ্রহণ না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে বৃহস্পতিবার দমকল বাহিনী, অসামরিক প্রতিররক্ষা ও হোমগার্ড বাহিনীর ডিরেক্টর জেনারেল পদে যোগ দিতে বলে।

Advertisement

আরও পড়ুন- নিশানায় বেকারত্ব রিপোর্ট! মোদীকে হিটলারের সঙ্গে তুলনা রাহুলের, জবাবে ‘মুসোলিনি’ কটাক্ষ বিজেপির

আরও পড়ুন- সিবিআই প্রধানকে সরানোর সব তথ্য মানুষকে জানান, মোদীকে চিঠি খড়্গের​

কেন অলোকের ইস্তফাপত্র গ্রহণ করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের করফে জানানো হয়েছে, অলোকের বিরুদ্ধে দুর্নীতির সুর্নির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই সবের নিষ্পত্তি না হলে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement