Idli

২০ টাকা নিয়ে বচসা, ঠাণেতে ইডলি বিক্রেতাকে খুন, অভিযুক্ত ৩ ক্রেতা

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি দিনের মতোই শুক্রবার মীরা রোডের নির্দিষ্ট একটি জায়গায় ঠেলাগাড়িতে ইডলি বিক্রি করছিলেন বীরেন্দ্র। সেই সময় তিন ব্যক্তি তাঁর দোকানে আসেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৮
Share:

প্রতীকী ছবি।

২০ টাকা নিয়ে বচসার জেরে এক ইডলি বিক্রেতাকে খুন করার অভিযোগ উঠল তিন ক্রেতার বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘনটাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণের মীরা রোড এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত ইডলি বিক্রেতার নাম বীরেন্দ্র যাদব।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি দিনের মতোই শুক্রবার মীরা রোডের নির্দিষ্ট একটি জায়গায় ঠেলাগাড়িতে ইডলি বিক্রি করছিলেন বীরেন্দ্র। সেই সময় তিন ব্যক্তি তাঁর দোকানে আসেন। বীরেন্দ্রর কাছে ২০ টাকা চান তাঁরা। বচসার সূত্রপাত এই টাকা চাওয়াকে কেন্দ্র করে।

অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎই বীরেন্দ্রকে জোরে ধাক্কা মারেন ওই তিন জন। টাল সামলাতে না পেরে বীরেন্দ্র রাস্তায় পড়ে মাথায় গুরুতর চোট পান। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন ওই তিন অভিযুক্ত। তার পর স্থানীয়রাই বীরেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

ঘটনায় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement