Rahul Gandhi

‘আমি তো আগেই বলেছিলাম’, আরবিআই-এর রিপোর্ট তুলে কেন্দ্রকে নিশানা রাহুলের

মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক তাদের ২০১৯-২০ সালের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সংক্রমণ বাড়ার দরুন করোনা-সমস্যা কাটাতে আরও সময় লাগবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ১২:৫২
Share:

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

করোনাভাইরাস, লকডাউন, পরিযায়ী শ্রমিক-সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা গিয়েছে তাঁকে। দেশের অর্থনীতি নিয়েও সমালোচনায় বিদ্ধ করেছেন মোদীকে। বুধবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টের প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে ফের আক্রমণে নামলেন রাহুল গাঁধী

Advertisement

এ দিন তিনি টুইট করে বলেন, “সংবাদমাধ্যমের সাহায্যে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রকৃতপক্ষে দেশের গরিব মানুষগুলোর কোনও উপকার হবে না। এমনকি দেশের অর্থনীতির ভয়ানক অবস্থাটাও লুকনো যাবে না! রিজার্ভ ব্যাঙ্ক আজ যেটা বলছে, সেই সতর্কবার্তা আগেই দিয়েছিলাম।” এখানেই থেমে থাকেননি রাহুল। কেন্দ্রকে বেশ কিছু প্রস্তাব দিয়ে তাঁর মন্তব্য, “বেশি খরচ করুন, বেশি দেনা করবেন না। গরিবদের টাকা দিন। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে তোলার ব্যবস্থা করুন।”

মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক তাদের ২০১৯-২০ সালের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সংক্রমণ বাড়ার দরুন করোনা-সমস্যা কাটাতে আরও সময় লাগবে। চাহিদা ফিরতেও দেরি হবে। তবে ঠিক কতটা, তা নির্ভর করবে সরকারের উপরেই। তাদের বার্তা, অর্থনীতিকে কোভিড-পূর্ব অবস্থায় ফেরাতে কেনাকাটা বাড়াতে হবে সরকারকে। কারণ, বেসরকারি স্তরে কেনাকাটা বাড়ানোর সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ফের বাড়ল সংক্রমণ হার, ২৪ ঘণ্টায় মৃত্যুও ছাড়াল হাজারের গণ্ডি

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে আরও জানানো হয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে দেশে ২০০০ টাকার একটি নোটও ছাপানো হয়নি। ধাপে ধাপে ওই নোটের বণ্টনও যে কমানো হয়েছে তা-ও রিপোর্টে স্পষ্ট। তবে গত তিন বছরে ৫০০ এবং ২০০ টাকার নোট বিলি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। রিজার্ভ ব্যঙ্কের এই রিপোর্টকেই তুলে ধরে এ দিন সরকারকে তুলোধোনা করেন রাহুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement