Amit Shah

সুস্থই আছি, জল্পনা ওড়ালেন শাহ নিজেই

সব জল্পনার অবসান ঘটিয়ে অমিত নিজেই টুইট করে জানান, গত কয়েক দিন ধরেই আমার স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২০ ০৩:৪১
Share:

অমিত শাহ। ছবি: পিটিআই।

লকডাউন কালে তাঁর অন্তরালে থাকা বাড়িয়ে দিয়েছিল জল্পনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে জল্পনা চরমে ওঠে যে, প্রবল অসুস্থতায় ভুগছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সেই জল্পনায় জল ঢেলে টুইট করে শাহ নিজেই জানান, কিছু লোক তাঁর মৃত্যুর জন্য টুইট করে প্রার্থনা করলেও তিনি সুস্থ রয়েছেন। বরং তিনি মনে করেন, হিন্দু সংস্কার অনুযায়ী, এই ধরনের গুজবে শরীর-স্বাস্থ্য আরও মজবুত হয়। যাঁরা তাঁর নামে এ ভাবে গুজব ছড়িয়েছিলেন, তাঁদের প্রতিও তাঁর কোনও দ্বেষ নেই। যদিও অমিত শাহের শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ।

Advertisement

বিশাখাপত্তনমে গ্যাস লিকের ঘটনায় বাসভবনে জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের সেই ছবি সামনে আসার পরেই নেটিজেন মহলের বিজেপি-বিরোধী শিবিরের একাংশ অমিত শাহের স্বাস্থ্যের হাল নিয়ে প্রশ্ন তুলে প্রথম জল্পনায় ইন্ধন দেন। সামাজিক মাধ্যমের দেওয়ালে আলোচনা শুরু হয় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীর নিয়ে। যা ছড়িয়ে পড়ে স্বরাষ্ট্র মন্ত্রকের অলিন্দেও। প্রশ্নে ওঠে বিজেপির অভ্যন্তরেও।

আজ সব জল্পনার অবসান ঘটিয়ে অমিত নিজেই টুইট করে জানান, গত কয়েক দিন ধরেই আমার স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। আমি শুরুতে তা নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু গত দু’দিনে আমার দলের লক্ষাধিক সদস্য ও নেতা আমার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। তাই আজ আমি স্পষ্ট করতে চাই যে, আমি সুস্থ রয়েছি এবং আমার কোনও অসুখ নেই।’

Advertisement

আরও পড়ুন: রেলের বক্তব্য অসত্য, টুইট আলাপনের, সঙ্ঘাতের পথেই রাজ্য

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement