National News

‘আমিও অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’

৮৫ বছরের দেবগৌড়া বলেন, ‘‘আমি জানি না, কেন এটার অনুমতি দেওয়া হল। আমার মনে হয় তিন-চার মাস আগে শুরু হয়। জানি না, কে অনুমতি দিল। সত্যি কথা বলতে, আমি দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটি পড়িনি।’’

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১১:৪৫
Share:

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। —ফাইল ছবি

১৯৯৬-এর লোকসভা নির্বাচন। কংগ্রেস, বিজেপি কেউই সংখ্যাগরিষ্ঠতা পেল না। কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করল অকংগ্রেস-অবিজেপি দলগুলির জোট ইউনাইটেড ফ্রন্ট। প্রধানমন্ত্রী হলেন জনতা দল সেকুলার (জেডিএস) সুপ্রিমো এইচ ডি দেবগৌড়া। ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বিতর্কের মধ্যে এবার অশিতিপর দেবগৌড়া নিজেই বললেন, ‘‘আমিও ছিলাম ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।’’

Advertisement

গত বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর মনমোহন সিংহর প্রধানমন্ত্রিত্বের সময়কাল নিয়ে নির্মীত ছবি ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। মনমোহন সিংহের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। মনমোহনের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা একই নামের বইয়ের উপর ভিত্তি করেই বিজয় রত্নাকর গুট্টের পরিচালনায় তৈরি হয়েছে দি অ্যক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ১১ জানুয়ারি। কিন্তু ট্রেলার লঞ্চের পর থেকেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে এই বলিউডি ছবি।

এই বিতর্কের মধ্যেই এ নিয়ে শনিবার বেঙ্গালুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়াকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে ৮৫ বছরের দেবগৌড়া বলেন, ‘‘আমি জানি না, কেন এটার অনুমতি দেওয়া হল। আমার মনে হয় তিন-চার মাস আগে শুরু হয়। জানি না, কে অনুমতি দিল। সত্যি কথা বলতে, আমি দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটি পড়িনি।’’

Advertisement

এর পরই হাল্কা চালে জেডিএস সুপ্রিমো বলেন, ‘‘আই অ্যাম অলসো অ্যান অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।’’

আরও পডু়ন: ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ কে কোন ভূমিকায় রয়েছেন, জানেন কি?

ট্রেলার মুক্তির পরই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই লোকসভা ভোটের আগে বিজেপির মদতেই এই ছবি রিলিজ করা হচ্ছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে ছবির প্রদর্শন বন্ধের হুমকিও দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বিষয়টি উপেক্ষা করার পন্থাই নিয়েছে কংগ্রেস। যদিও তা নিয়ে বিতর্ক থেমে থাকেনি।

আরও পড়ুন: চণ্ডীগড়ের পাঁচ তারা হোটেলের স্পা-তে বিদেশি মহিলাকে ধর্ষণ!

১৯৯৬-এর নির্বাচনের আগে কার্যত কোনও সম্ভাবনাই ছিল না দেবগৌড়ার। করায় কার্যত অযাচিত ভাবেই দেবগৌড়ার সামনে প্রধানমন্ত্রিত্বের সুযোগ এসে যায়। যদিও সেই সরকার ১০ মাস ২০ দিন টিকেছিল। কংগ্রেস সমর্থন তুলে নেওয়ায় ১৯৯৭-এর ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় দেবগৌড়াকে। সেই ঘটনাকেই এ দিন লঘু চালে দেবগৌড়া ফের মনে করে দিয়েছেন বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement