—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ধারালো অস্ত্রের কোপে অণ্ডকোষ ছিন্নবিচ্ছিন্ন। রক্তে ভেসে যাচ্ছে নিম্নাঙ্গ। নিজের ঘরে অচৈতন্য অবস্থায় রবিবার এ ভাবেই পাওয়া গিয়েছিল মেডিক্যালের এক ছাত্রকে। তবে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি বলে সোমবার সংবাদমাধ্যম সূত্রে খবর। অভিযোগ, মানসিক অবসাদের জেরে অণ্ডকোষ কেটে আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া।
পুলিশ জানিয়েছে, রবিবার হায়দরাবাদের যদাগিরিগুট্টা এলাকায় নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল দীক্ষিত রেড্ডি (২০) নামে ওই ছাত্রকে। শহরের একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করতেন তিনি। মানসিক অবসাদের সমস্যা থাকায় তাঁর চিকিৎসাও চলছিল। তবে সম্প্রতি দীক্ষিত সমস্ত ওষুধপত্র খাওয়া বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি।
সহপাঠীরা জানিয়েছেন, বছর চারেক আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন দীক্ষিত। তবে সে যাত্রায় প্রাণরক্ষা হলেও তাঁর অবসাদের চিকিৎসা শুরু হয়েছিল। অবসাদের জেরেই কি এ হেন পথ বেছে নিলেন দীক্ষিত? তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে হায়দরাবাদ পুলিশ।