hyderabad

রং দেওয়ার ‘শাস্তি’! হায়দরাবাদে প্রকাশ্য রাস্তায় পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হল যুবককে

বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে রাস্তায় রং খেলায় মেতেছিলেন ওই যুবক। সেই সময় রাস্তা দিয়ে এক বাইকআরোহী যাচ্ছিলেন। তাঁকে লক্ষ্য করে রং ছোড়েন ওই যুবক। তাঁর মুখেও রং মাখিয়ে দেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১২:১৯
Share:

রং মাখিয়ে দেওয়ায় যুবকের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। প্রতীকী ছবি।

গোটা দেশে হোলি উৎসব পালিত হচ্ছে। রঙের উৎসবে মেতে বাচ্চা থেকে বুড়ো সকলেই। কিন্তু এই রঙের উৎসবই এক যুবকের জীবনে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনল।

Advertisement

বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে রাস্তায় রং খেলায় মেতেছিলেন ওই যুবক। সেই সময় রাস্তা দিয়ে এক বাইকআরোহী যাচ্ছিলেন। তাঁকে লক্ষ্য করে রং ছোড়েন ওই যুবক। বাইকআরোহী দাঁড়িয়ে পড়লে তাঁর মুখেও রং মাখিয়ে দেওয়া হয়। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। অভিযোগ, এর পরই বাইকের ট্যাঙ্ক থেকে পেট্রল বার করে বোতলে ঢালেন। তার পর সেই পেট্রল ওই যুবকের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।

চোখের সামনে এমন ঘটনা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন ওই যুবকের বন্ধু এবং আত্মীয়রা। ওই যুবকের গায়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন বাইকআরোহী। ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, যুবকের হাত এবং কাঁধ ভয়ানক ভাবে ঝলসে গিয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক।

Advertisement

পুলিশ জানিয়েছে, বাইকআরোহীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মেডক জেলার মারপল্লিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement