ভোজ্যকাপ আনল হায়দরাবাদের একটি সংস্থা। ছবি টুইটার থেকে সংগৃহীত।
লক্ষ্য আবর্জনা কমানো। সেই লক্ষ্যে পৌঁছতে অভিনব উপায় বার করল হায়দরাবাদের একটি সংস্থা। তাঁরা তৈরি করেছে বিশেষ ধরনের এক কাপ। যে কাপে চা বা ঠান্ডা পানীয় খাওয়ার পর খেয়ে নেওয়া যাবে গোটা কাপটাই। ঠিক যেমনটা হয়ে থাকে আইক্রিমের ‘কোন’-এর ক্ষেত্রে। আইসক্রিম খেয়ে আমরা যেমন কোনটাও খেয়ে নিই। এ ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই।
নতুন ধরনের ভোজ্য এই কাপের নাম দেওয়া হয়েছে ‘ইট কাপ’। এই কাপে ঠান্ডা ও গরম— দু’ধরনের পানীয়ই পান করা যাবে। এই কাপ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বলে জানিয়েছেন ওই সংস্থার এগ্জিকিউটিভ ডিরেক্টর অশোক কুমার। এ ব্যাপারে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘বিভিন্ন খাদ্য শস্য দিয়ে তৈরি করা হয়েছে ইট কাপ। প্লাস্টিক ও কাগজের কাপের বিকল্প হতে পারে এটি। বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই কাপ।’’ এই কাপ তৈরিতে কোনও ধরনের কৃত্রিম দ্রব্য ব্যবহার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
প্লাস্টিক ও কাগজের কাপের আধিপত্য কমিয়ে ভারতের বাজারে এই কাপ নিজের জায়গা করে নিতে পারে না কি সেটাই এখন দেখার।
আরও পড়ুন: টুকলি রুখতে পরীক্ষার্থীদের মাথায় কাগজের বাক্স!
আরও পড়ুন: রোগিণীকে অজ্ঞান করে ধর্ষণ, নিজের চালেই চার বছর পর গ্রেফতার চিকিৎসক