Couple

Marriage: দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, কানপুরে বাস্তবের ‘...দিল দে চুকে সনম’

প্রথম থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন কোমল। বিশেষ কথাবার্তা বলতেন না। বাধ্য হয়েই সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন পঙ্কজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১১:৫৩
Share:

কোমল প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধলেন। প্রতীকী ছবি।

এ যেন সিনেমা থেকে টোকা বাস্তব। অজয় দেবগণ, ঐশ্বর্য রাই আর সলমন খানের গল্প। শুধু একটাই তফাৎ—সিনেমায় নায়িকা প্রেমিককে পেয়েও শেষপর্যন্ত স্বামীর কাছেই ফিরে এসেছিলেন। উত্তরপ্রদেশের কানপুরের মেয়ে কোমল প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধলেন। তাঁকে বিয়ের পিঁড়িতে বসিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী।

স্বামীর নাম পঙ্কজ শর্মা। কানপুরের বাসিন্দা পঙ্কজ গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। পাঁচমাস আগে কোমলের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়েতে যে স্ত্রী-র সম্মতি ছিল না, তা দিন কয়েকের মধ্যেই বুঝতে পারেন পঙ্কজ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রথম থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন কোমল। বিশেষ কথাবার্তা বলতেন না। বাধ্য হয়েই সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন পঙ্কজ। তারপরই জানতে পারেন, বিয়ের আগে একটি সম্পর্ক ছিল কোমলের। এখনও তিনি তাঁর পুরনো প্রেমিককেই ভালবাসেন।

Advertisement

স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে উদ্যোগী হন পঙ্কজ। প্রথমে আদালতে তিন পরিবার একসঙ্গে বসে বিষয়টির আইনি দিক নিয়ে আলোচনা করেন। পরে নিজেই স্ত্রী-র বিয়ের যাবতীয় ব্যবস্থা করেন পঙ্কজ। শুক্রবার নিজে দাঁড়িয়ে কোমলের বিয়ে দেন। সেই অনুষ্ঠানে দুই বাড়িরই অতিথিরা হাজির ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement