Madhya Pradesh

পুলিশ-স্ত্রীর পোশাক প্রেমিকাকে পরিয়ে ডাকাতি! গ্রেফতার দুই

এই অপরাধে গত শনিবার মধ্যপ্রদেশের ইনদওর থেকে ওই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৩:৫২
Share:

পুলিশের ইউনিফর্ম পরে ডাকাতি। প্রতীকী ছবি শাটারস্টক।

স্ত্রী পুলিশে চাকরি করেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রেমিকার সঙ্গে হাত মিলিয়ে ডাকাতি করতেন এক মহিলা পুলিশের স্বামী। স্ত্রীয়ের পুলিশ পোশাক তিনি দিতেন নিজের প্রেমিকাকে। তার পর সেই পোশাক পরে দু’জন মিলে ভুয়ো পরিচয় দিয়ে চালাতেন ডাকাতি। এই অপরাধে গত শনিবার মধ্যপ্রদেশের ইনদওর থেকে ওই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ

Advertisement

তাঁদের দু’জনকে গ্রেফতার করে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার করেছে পুলিশ। ইনদওর পুলিশের এক অফিসার জানিয়েছেন, স্ত্রীর পোশাক পরিয়ে প্রেমিকাকে পুলিশ অফিসার সাজাতেন ওই ব্যক্তি। তার পর পরিচয় ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চলত ডাকাতি।

ওই দু’জনকে গ্রেফতার করে মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্তও। কিন্তু তদন্তের স্বার্থে ওই দুই অভিযুক্তর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি পুলিশের তরফে।

Advertisement

আরও পড়ুন: কাজ দেওয়ার নাম করে বিবাহিত মহিলাকে গণধর্ষণ! গ্রেফতার পাঁচ ব্যক্তি

আরও পড়ুন: হাজতে যুবক ‘হত্যা’, বধূকে ধর্ষণের নালিশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement