Hurriyat

Hurriyat: ওআইসি-এর বৈঠকে হুরিয়তকে আমন্ত্রণ, অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বলল ক্ষুব্ধ দিল্লি

সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “আমরা বারবার ওআইসি-কে বলেছি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে। কোনও ভারত-বিরোধী কায়েমি স্বার্থ যাতে ওই মঞ্চকে ব্যবহার না করতে পারে তা দেখতে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ০৭:৪১
Share:

ফাইল চিত্র।

আগামী সপ্তাহে ইসলামাবাদে ওআইসি-এর (অর্গানাইজ়েশন অব ইসলামিক কোঅপারেশন) বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে ডাকা হয়েছে কাশ্মীরের হুরিয়ত নেতাকে। গোটা বিষয়টি নিয়ে আজ ক্ষোভে ফেটে পড়েছে নয়াদিল্লি।

Advertisement

সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “আমরা বারবার ওআইসি-কে বলেছি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে। কোনও ভারত-বিরোধী কায়েমি স্বার্থ যাতে ওই মঞ্চকে ব্যবহার না করতে পারে তা দেখতে।”

তাঁর কথায়, ‘‘ভারতের ঐক্য, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে পদক্ষেপ করা হচ্ছে। ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখছে।” আগামী ২২ এবং ২৩ তারিখ ইসলামাবাদে এই সম্মেলন হওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement