রাস্তার দাবিতে অনশন অব্যাহত রয়েছে। অনশনে এখনও পর্যন্ত প্রায় ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে অনেকের চিকিৎসা চলছে অনশনস্থলে। আন্দোলনের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
আন্দোলনকারীদের তরফে আজ শ্রীনিবাস কর জানান, পূর্ব হরিনগর থেকে পূর্ব বরুয়ালা সড়ক নির্মাণের দাবি অত্যন্ত নৈতিক। অথচ জনৈক স্বার্থান্বেষী লোকের জন্য হাজার হাজার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। সেই পথ দিয়ে আসতে হয় হাজার হাজার লোকের। কিন্তু তা নিয়ে স্থানীয় বিধায়ক বা জেলা প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছেন না। আন্দোলনকারীদের বক্তব্য, বর্ষাকালে ওই পথ দিয়ে চলাফেরা করা যায় না। পথ নির্মাণে টাকা মঞ্জুর হলেও তা ব্যবহার হচ্ছে না। প্রশাসন হস্তক্ষেপ না করলে অনশন অব্যাহত থাকবে বলে জানিয়ে দেওয়া হয়।
পূর্ব হরিনগর থেকে পূর্ব বরুয়ালা পথ নির্মাণের দাবিতে গত কাল থেকে অনশনে বসেন শতাধিক পুরুষ-মহিলা। রামকৃষ্ণনগর সার্কেল অফিস চত্বরে তারা ধর্না শুরু করলেও প্রশাসন এখনও পর্যন্ত তা প্রত্যাহারের ব্যবস্থা করেনি।
মানল মায়ানমার। ভারত সরকারের অনুরোধে তুয়েনসাং জেলার নোকলাকে নাগাল্যান্ড-মায়ানমার সীমান্তে বেড়া তৈরির কাজ বন্ধ রাখল মায়ানমার সরকার।