National News

লক্ষ লক্ষ অকালমৃত্যু স্রেফ দূষণে! তালিকায় সবচেয়ে উপরে ভারত

রিপোর্ট বলছে, ২০১৫ সালে পৃথিবীতে প্রতি ছ’টি অকালমৃত্যুর একটিই হয়েছে দূষণজনিত অসুস্থতার কারণে। ধূমপান, অনাহার বা প্রাকৃতিক দুর্যোগের জেরে এত অকালমৃত্যু সে বছর হয়নি পৃথিবীতে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ১৯:৩৭
Share:

দূষণে হাঁসফাঁস ভারত। তা সত্ত্বেও হুঁশ ফেরে না। দীপাবলির পরের দিন ধোঁয়াশায় ঢাকা দিল্লি। ছবি: এএফপি।

দূষণের জেরে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের অকালমৃত্যু হয় ভারতে। বলছে আন্তর্জাতিক রিপোর্ট। একটি বিশ্বজোড়া সমীক্ষার ভিত্তিতে গোটা পৃথিবীতে দূষণজনিত অকালমৃত্যুর হিসেব তুলে ধরেছে দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নাল। হিসেব বলছে, বায়ুদূষণ, জলদূষণ এবং অন্যান্য দূষণের কারণে ২০১৫ সালে গোটা পৃথিবীতে অকালমৃত্যু হয়েছিল প্রায় ৯০ লক্ষ মানুষের। সেই ৯০ লক্ষের মধ্যে ২৫ লক্ষই ভারতে।

Advertisement

আরও পড়ুন: কিছুটা উন্নতি হলেও দিল্লির দূষণের হাল বেশ খারাপ

বৃহস্পতিবারই এই সমীক্ষাটি প্রকাশিত হয়েছে। রিপোর্ট বলছে, ২০১৫ সালে পৃথিবীতে প্রতি ছ’টি অকালমৃত্যুর একটিই হয়েছে দূষণজনিত অসুস্থতার কারণে। ধূমপান, অনাহার বা প্রাকৃতিক দুর্যোগের জেরে এত অকালমৃত্যু সে বছর হয়নি পৃথিবীতে। এডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ায় মৃত্যুর সম্মিলিত সংখ্যা এই দূষণজনিত অকালমৃত্যুর সংখ্যার চেয়ে কম। দূষিত বা বিষাক্ত পরিবেশের জেরে মৃত্যু, অসুস্থতা এবং সেরে ওঠা বাবদ পৃথিবীতে মোট খরচের পরিমাণও চোখ কপালে তোলার মতো— ৪ লক্ষ ৬০ হাজার কোটি ডলার, যা গোটা পৃথিবীর অর্থনীতির আকারের ৬.২ শতাংশ।

Advertisement

আরও পড়ুন: বাজিতে দৃষ্টি হারালেন ইঞ্জিনিয়ারিং ছাত্রী

চলতি শতাব্দীতে দূষণ যে মানবজাতির জন্য সবচেয়ে বড় সমস্যাগুলির অন্যতম, দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তা নিয়ে সংশয় থাকার কথা নয়। কিন্তু এই রিপোর্টে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কথা এশিয়ারই। ২০১৫ সালে দূষণজনিত কারণে ৯০ লক্ষ মানুষের অকালমৃত্যুর মধ্যে ২৫ লক্ষ হয়েছে ভারতে, ১৮ লক্ষ চিনে। এ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, উত্তর কোরিয়ার মতো এশীয় দেশগুলিতেও বার্ষিক অকালমৃত্যুর সংখ্যার ২০ শতাংশই দূষণের কারণে। বলছে রিপোর্ট। আফ্রিকার দক্ষিণ সুদান বা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের হাইতিতেও দূষণ অত্যন্ত ভয়ঙ্কর চেহারা নিয়েছে বলে দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নাল জানাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement