aadhaar card

Adhaar Card: পছন্দ নয় আধার কার্ডের ছবি? সহজে পাল্টাতে গেলে দেখে নিন এই পদ্ধতি

ইউআরএন-এর মাধ্যমে আপনি ছবি আপডেট করার বিষয়টি দেখে নিতে পারবেন। তার পর ছবি পাল্টে গেলে তা ডাউনলোড করে নিতে পারবেন ইন্টারনেট থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৩
Share:

ফাইল চিত্র

পরিচয়পত্র হিসাবে এখন সর্বত্র আধার কার্ড গ্রহণ করা হয়। ভারত সরকার যখন আধার কার্ড তৈরি শুরু করেছিল, অনেকেই সেই সময়ে, মানে একেবারে প্রথম দিকে আধার কার্ডের জন্য আবেদন করেছিলেন। সেই সময়ের যে ছবি আপনি কার্ডের জন্য দিয়েছিলেন, এখন সেই চেহারা হয়তো অনেকটাই পাল্টে গিয়েছে। সেই কারণে আধার কার্ডের ছবি বদলে নিতে পারলে সুবিধাই হবে। দেখে নিন, কী ভাবে বদলাবেন আধার কার্ডের ছবি।

Advertisement

১. আধার এনরোলমেন্ট ফর্ম সরকারের ইউআইডিএআই ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন।

২. ফর্ম ভর্তি করুন।

Advertisement

৩. স্থানীয় আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে যান।

৪. ফর্ম জমা করুন। তখনই আপনার একটি বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে।

৫. সেখানেই আপনার নতুন ছবি নেবেন কেন্দ্রের আধিকারিক।

৬. মাত্র ২৫ টাকার বিনিময়ে এই পরিষেবা পাবেন।

৭. এর পর আপনাকে একটি রসিদ দেওয়া হবে। সেখানে আপনার 'আপডেট রিকোয়েস্ট নম্বর' (ইউআরএন) থাকবে।

৮. ইউআরএন-এর মাধ্যমে আপনি ছবি আপডেট করার বিষয়টি দেখে নিতে পারবেন। তার পর ছবি পাল্টে গেলে তা ডাউনলোড করে নিতে পারবেন ইন্টারনেট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement