ক্যাথিটার ব্যাগের পরিবর্তে হাসপাতালে ব্যবহার করা হয়েছে পানীয়ের বোতল। ছবি: টুইটার।
জরুরি সরঞ্জামের অভাব! হাসপাতালে রোগীকে ক্যাথিটার ব্যাগের পরিবর্তে দেওয়া হল পানীয়ের বোতল। ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক। হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন, ক্যাথিটার ব্যাগের সরবরাহ না থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিহারের জামুই হাসপাতালের ঘটনা।
সোমবার জামুইয়ের সদর হাসপাতালে ভর্তি হন ওই রোগী। তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। চিকিৎসক ওই রোগীকে ক্যাথিটার লাগানোর নির্দেশ দেন নার্স এবং কর্মীদের। তাঁকে ইনসুলিন ইনজেকশন এবং অক্সিজেন দেওয়া হয়। ক্যাথিটার ব্যাগ না থাকায় পানীয়ের প্লাস্টিকের বোতল ব্যবহার করেন কর্মীরা।
এই নিয়ে হাসপাতালের ম্যানেজার রমেশ পাণ্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রোগীর পরিবার। যদিও তা সম্ভব হয়নি। শেষে মঙ্গলবার বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আসে। তার পরেই ওই রোগীর জন্য ক্যাথিটার ব্যাগের ব্যবস্থা করা হয়।