সোশ্যাল মিডিয়ায় থেকে নেওয়া প্রতীকী চিত্র।
অন্ধ্রপ্রদেশের ট্রেজারি দফতরের এক সিনিয়র অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, কয়েক কেজি সোনা, রূপা, দামি গাড়ি, একটি ঘোড়া এবং নগদ কয়েক লাখ টাকা লুকিয়ে রাখার অভিযোগ উঠল। তবে সেগুলি তিনি নিজের বাড়িতে লুকিয়ে রাখেননি। তাঁর গাড়ির ড্রাইভারের শ্বশুরের বাড়িতে হিসাব বহির্ভূত এই সম্পদ লুকিয়ে রেখেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তার পরই এই বিপুল সম্পদ উদ্ধার হয়।
অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় বালাপ্পা নামে এক ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র, লুকানো আছে বলে পুলিশের কাছে খবর যায়। সেই সব উদ্ধার করতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আগ্নেয়াস্ত্র খুঁজতে গিয়ে বিপুল সম্পত্তি উদ্ধার হয়। উদ্ধার হয়েছে তিনটি পিস্তল, এয়ার গান। এছাড়াও উদ্ধার হয়েছে ২.৪ কেজি সোনা, ৮৪ কেজি রূপা, ১৫ লাখ নগদ টাকা, ৪৯ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের নথি, আরও ২৭ লাখ টাকার সম্পত্তির কাগজপত্র, একটি হার্লে ডেভিডসন বাইক, বেশ কিছু বিলাসবহুল গাড়ি, একটি ঘোড়া। ট্রেজারি বিভাগের ওই কর্মী নানান বিল পাস করাতে ঘুস নিতেন, তা থেকেই এই সম্পত্তি করেছেন বলে অভিযোগ।
অনন্তপুর জেলার পুলিশের প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি রাজ্য পুলিশ আধিকারিকদের জানানো হয়েছে। রাজ্য পুলিশ বিষয়টি দুর্নীতি দমন শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: দুঃস্বপ্ন নয় বাস্তব, শৌচালয়ে কোথা থেকে সাপ বেরিয়ে আসছে দেখুন!
আরও পড়ুন: পার্কের মধ্যে স্বচ্ছ কাচের এই শৌচালয় ব্যবহার করার সাহস আছে?
সোশ্যাল মিডিয়ায় এই খবর সংক্রান্ত কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও সেগুলি আনভেরিফায়েড হ্যান্ডল থেকে পোস্ট হয়েছে। ফলে সেগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
দেখুন সেই ভিডিয়ো: