কোথা থেকে টাকা পাচ্ছেন জাকির, তদন্ত

জাকির নাইকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের আর্থিক জোগান নিয়ে তদন্ত শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই সংস্থায় বিদেশি অর্থ কোথা থেকে এবং কী কারণে আসত, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের গুলশন কাণ্ডের পর থেকেই গোয়েন্দা নিশানায় রয়েছেন ওই ধর্মপ্রচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০৩:১৮
Share:

জাকির নাইকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের আর্থিক জোগান নিয়ে তদন্ত শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই সংস্থায় বিদেশি অর্থ কোথা থেকে এবং কী কারণে আসত, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের গুলশন কাণ্ডের পর থেকেই গোয়েন্দা নিশানায় রয়েছেন ওই ধর্মপ্রচারক।

Advertisement

সূত্রের খবর, দেশীয় অনুদানের পাশাপাশি সৌদি আরব, সিরিয়া, কুয়েতের মতো দেশ থেকে প্রচুর অর্থসাহায্য পেত জাকিরের সংস্থা। কেন্দ্র জানিয়েছে, ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ১৫ কোটি বিদেশি অর্থ পেয়েছে তারা। দেখা গিয়েছে, বিদেশি অনুদান সংক্রান্ত আইন উপেক্ষা করে সেই অর্থের বিষয়ে সরকারকে কোনও তথ্য জানায়নি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। কেরল-সহ একাধিক রাজ্যের যুবকদের ধর্মান্তরিত করে সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে জাকিরের সংগঠনের বিরুদ্ধে। বিদেশ থেকে পাওয়া অর্থ সেই কাজে ব্যবহার করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, জাকিরের সংস্থা যদি বিদেশি অনুদান সংক্রান্ত নিয়ম ভাঙে, সে ক্ষেত্রে গোটা সংস্থাটিকেই নিষিদ্ধ করা যায় কি না, সে বিষয়ে আইন মন্ত্রকের পরামর্শ চাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement