Bomb Threat in Train

বিমানের পর এ বার ট্রেন! আচমকা বোমার হুমকিতে মাঝপথে থামল বিহার এক্সপ্রেস, আতঙ্কে যাত্রীরা

বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস দ্বারভাঙা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল শুক্রবার। সন্ধ্যায় উত্তরপ্রদেশের উপর দিয়ে যাওয়ার সময়ে ওই ট্রেনে বোমাতঙ্ক ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ০৮:৪২
Share:

বিহার থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনে বোমাতঙ্ক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিমানের পর এ বার ট্রেনেও বোমাতঙ্ক। বিহার থেকে দিল্লিগামী ট্রেন উত্তরপ্রদেশে থামিয়ে চলল তল্লাশি। যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও দীর্ঘ ক্ষণ তল্লাশি চালানোর পরেও বোমার হদিস মেলেনি। তার পর গন্তব্যের উদ্দেশে আবার রওনা দেয় ওই ট্রেন।

Advertisement

বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস দ্বারভাঙা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল শুক্রবার। সন্ধ্যায় উত্তরপ্রদেশের উপর দিয়ে যাওয়ার সময়ে ওই ট্রেনে বোমাতঙ্ক ছড়ায়। দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর আসে, ট্রেনে বোমা রাখা আছে বলে হুমকি পেয়েছেন তাঁরা। ঝুঁকি না নিয়ে তাই ট্রেন থামিয়ে দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গোণ্ডা স্টেশনে ট্রেন থামিয়ে শুরু হয় তল্লাশি। বম্ব স্কোয়াডের কর্মীরা গোটা ট্রেন তন্ন তন্ন করে খোঁজেন। কিন্তু কোথাও বোমা বা বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি।

গোণ্ডার জিআরপি ইনস্পেক্টর নরেন্দ্র পাল সিংহ বলেন, ‘‘দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার জিআরপি, আরপিএফ এবং নিরাপত্তারক্ষীরা সতর্ক হন। গোণ্ডা স্টেশনে ট্রেন থামিয়ে বম্ব স্কোয়াড ডেকে তল্লাশি করানো হয়। কিছু পাওয়া যায়নি।’’

Advertisement

তল্লাশি পর্ব শেষ হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। এই সময়ের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। এমনকি, ট্রেনের নিরাপত্তারক্ষীরাও বোমার হুমকি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভুয়ো বোমাতঙ্ক কে বা কারা ছড়াল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

গত কয়েক সপ্তাহে ধারাবাহিক ভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। গত দু’সপ্তাহে ৫০০-রও বেশি বিমানে বোমা থাকার তথ্য ছড়িয়েছে। কলকাতা বিমানবন্দরে আসা-যাওয়ার সাতটি বিমানেও বোমাতঙ্ক ছড়ায় সম্প্রতি। তবে কোনও ক্ষেত্রেই বোমা খুঁজে পাওয়া যায়নি। ফলে কোন খবরকে গুরুত্ব দিয়ে দেখা হবে, কোন খবরকে ভুয়ো বলে নিশ্চিত হওয়া যাবে, বোঝা যাচ্ছে না। এ ভাবে পর পর বিমানে ভুয়ো বোমাতঙ্ক নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে, তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই সমাজমাধ্যমে ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তৎপরতায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিমানের পর এ বার বোমাতঙ্ক ছড়াল ট্রেনেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement