দানিশ আহমেদ। ফাইল চিত্র
বুরহান ওয়ানির উত্তরসূরি সবজার আহমেদ বাটের শেষকৃত্যে কালো কাপড় পরে হাতে গ্রেনেড নিয়ে চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন এক তরুণ। তিনিই বুধবার পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। পুলিশ জানায়, দেহরাদূনের কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র, দানিশ আহমেদ নামে ওই যুবক হান্দোয়ারার বাসিন্দা।
এর আগে বুরহান ওয়ানির মৃত্যুর পরেও সেনাবাহিনীর উপরে পাথর ছোড়ার বিভিন্ন ঘটনায় দানিশ জড়িত ছিলেন। তখন পুলিশ তাঁকে এক বার আটকও করে। পরে তাঁর পড়াশোনার কথা ভেবে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দক্ষিণ কাশ্মীরের বেশ কিছু জঙ্গির সঙ্গে নিয়মিত যোগাযোগ থেকেই গিয়েছিল দানিশের। পরে সবজারের নির্দেশে এক হিজবুল হ্যান্ডলার তাঁকে দলে নিয়োগ করে। তাঁর দায়িত্ব ছিল উত্তর কাশ্মীরের যুবদের দলে টানা।
আরও পড়ুন: আজ ভোট ব্রিটেনে, অল্প এগিয়ে টেরেসা
দানিশ জঙ্গিদলে যোগ দিয়েছেন বলে নিশ্চিত হয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ ও ২১ রাষ্ট্রীয় রাইফেলস। আত্মসমর্পণ করলে শাস্তি কম হবে, এই আশ্বাসে দানিশকে পুলিশের কাছে যেতে রাজি করায় পরিবার। দানিশ পুলিশকে জানিয়েছেন, এই সব জঙ্গিদলকে বিপুল অর্থ দিচ্ছে পাকিস্তান। তবে কিছু সময় পর থেকেই অনেকেরই মন সরে যাচ্ছে। কিন্তু কম্যান্ডারের ভয় তো রয়েইছে, সেই সঙ্গে সমাজে কোণঠাসা হওয়ার ভয় থেকেও তাঁরা আত্মসমর্পণে এগিয়ে আসছেন না বলে দানিশের দাবি। সম্প্রতি কাশ্মীরের যুবকদের সন্ত্রাস থেকে সরিয়ে আনতে উদ্যোগী হয়েছে সেনা-পুলিশ। এ দিন এসএসপি (হান্দোয়ারা) জাভেদ জিনালী বলেন, ‘‘আমরা তো চাইছি যুবরা মূলস্রোতে ফিরুন।’’