Bharat Jodo Nyay Yatra

দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত, আক্রমণ রাহুলের, পাল্টা গান্ধী পরিবারকে তির বিশ্বশর্মার

হিমন্ত এক সময়ে ছিলেন অসমের কংগ্রেস নেতা। রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। তার পর সেই তিনিই বিজেপিতে যোগ দিয়ে এখন মুখ্যমন্ত্রী। মোদী, শাহেরা তাঁর উপর ভরসাও করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ২২:০৮
Share:

(বাঁ দিকে) অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। রাহুল গান্ধী (ডান দিকে)। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ পৌঁছেছে অসমে। কর্মসূচির পঞ্চম দিনে অসমে দাঁড়িয়েই অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে চড়া সুরে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল। সরাসরি হিমন্তকে ‘দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী’ বলে তোপ দাগলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাহুলের ওই আক্রমণের প্রতিক্রিয়ায় হিমন্ত আবার নিশানা করেছেন গোটা গান্ধী পরিবারকে।

Advertisement

রাহুল বলেন, ‘‘দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হলেন অসমের মুখ্যমন্ত্রী। স্ত্রী, সন্তান এবং উনি স্বয়ং কোনও না কোনও দুর্নীতিতে যুক্ত।’’ এখানেই থামেননি রাহুল। তিনি আরও বলেন, ‘‘উনি (হিমন্ত) ভাবেন গোটা অসমের মানুষকে টাকা দিয়ে কিনে নেবেন। আসলে উনি নিজে টাকার কাছে বিকিয়ে গিয়েছেন বলে সব মানুষকে নিজের গোত্রে ফেলতে চান।’’

পাল্টা হিমন্ত বলেছেন, ‘‘দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার হল গান্ধী পরিবার।’’ পাশাপাশি রাহুল গান্ধীর যাত্রাকেও ‘মিঁয়া যাত্রা’ বলে কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘মুসলিমদের তোষণের জন্য বাছাই করা এলাকা দিয়ে যাচ্ছে রাহুলের যাত্রা। তাই ওটা ন্যায় যাত্রা নয়, মিঁয়া যাত্রা।’’

Advertisement

উল্লেখ্য, হিমন্ত এক সময়ে ছিলেন অসমের কংগ্রেস নেতা। রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। তার পর সেই তিনিই বিজেপিতে যোগ দিয়ে এখন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী, অমিত শাহেরা উত্তর-পূর্বে সংগঠনের ক্ষেত্রেও হিমন্তের উপর অনেকটা ভরসা করেন। রাজনৈতিক সমীকরণ বদলের ক্ষেত্রেও তাঁর ভূমিকা অনেকটা শাহের মতোই। সেই হিমন্তের বিরুদ্ধেই তাঁর রাজ্যে আক্রমণ শানালেন রাহুল। পাল্টা দিলেন তিনিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement