himachal pradesh

লাগবে না নেগেটিভ কোভিড রিপোর্ট, উঠল ১৪৪ ধারা, কোভিড বিধিনিষেধ কিছুটা শিথিল হিমাচলে

নির্দেশিকা অনুসারে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে শনি ও রবিবার পুরোপুরি বন্ধ থাকবে।

Advertisement

সংবাদ সংস্থা

শিমলা শেষ আপডেট: ১১ জুন ২০২১ ২০:১৫
Share:

ফাইল ছবি।

কোভিড বিধিনিষেধ কিছুটা শিথিল করল হিমাচলপ্রদেশ সরকার। ১৪ জুন থেকে রাজ্যে ঢুকতে লাগবে না নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট। এ ছাড়াও দোকান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে, দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে শনি ও রবিবার পুরোপুরি বন্ধ থাকবে।

রাজ্যে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। তবে নৈশ কার্ফু চলবে। বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত। ৭৫ বা তার বেশি কর্মচারী রয়েছে এমন অফিস ১৪ জুন থেকে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলতে পারে।

সমস্ত মেডিক্যাল কলেজ, আয়ুর্বেদিক কলেজ ও ডেন্টাল কলেজ ২৩ জুন থেকে খোলা যাবে। ফার্মাসি এবং নার্সিং স্কুলও খোলা রাখা যাবে ২৮ জুন থেকে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি পরিবহণেও অনুমতি দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement