রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
যাত্রীবোঝাই বাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনামূলক অডিয়ো ক্লিপ চালানো নিয়ে তদন্তের নির্দেশ দিল হিমাচলপ্রদেশ সড়ক পরিবহণ সংস্থা(এইচআরটিসি)। ৫ নভেম্বর ধল্লী থেকে সানজাউলিগামী একটি বাসে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
এক বাসযাত্রী বাসেই রাহুলকে নিয়ে সমালোচনামূলক অডিয়ো ক্লিপ চালিয়েছিলেন, এই মর্মে অভিযোগ জমা পড়ে মুখ্যমন্ত্রীর অফিসে (সিএমও)। সিএমও অবিলম্বে এইচআরটিসি-কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়৷ বাস-কর্মীদের নোটিস দিয়ে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এইচআরটিসি কর্তৃপক্ষ বলেছেন যে, সরকারি বাসে এই ধরনের অডিয়ো চালানোয় সরকারি নিয়মের লঙ্ঘন হতে পারে। বাস-কর্মীদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
হিমাচলে কংগ্রেসের সরকার রয়েছে। বিরোধী দল বিজেপি এইচআরটিসি-র সমালোচনা করে বলেছে, শাসক দল তার ক্ষমতার অপব্যবহার করছে। প্রাক্তন মন্ত্রী সুখরাম চৌধুরি দাবি করেছেন, ‘‘এই ধরনের ঘটনায় বাসচালক এবং কন্ডাক্টরদের মতো সাধারণ কর্মচারীদের হয়রানি করা ভুল। এই ধরনের পদক্ষেপ হিমাচলপ্রদেশকে উপহাসের বিষয় করে তুলছে।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘সরকার স্বাস্থ্য এবং পরিকাঠামোর মতো বাস্তব সমস্যাগুলি সমাধান করার পরিবর্তে এই জাতীয় তুচ্ছ বিষয়ে মনোনিবেশ করছে।’’ ধর্মশালার বিজেপি বিধায়ক সুধীর শর্মাও এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, ‘‘একজন চালকের দায়িত্ব গাড়ি চালানো। যাত্রীরা কে কী শুনছেন, সেটা দেখা তাঁর কাজ নয়। সরকার যদি এতই উদ্বিগ্ন হয়, তা হলে বাসে মার্শাল মোতায়েন করুক।’’