Sukhvinder Singh Sukhu

পাকস্থলিতে সংক্রমণ, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল হিমাচলের মুখ্যমন্ত্রী সুখুকে

বুধবার রাতে পেটে যন্ত্রনা নিয়ে শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সুখু। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৭:১৩
Share:

সুখবিন্দর সিংহ সুখু। —ফাইল চিত্র।

পাকস্থলিতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুখবিন্দর সিংহ সুখুকে। বুধবার রাতে পেটে যন্ত্রনা নিয়ে শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সুখু। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

রাজ্য প্রশাসনের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার সারা দিন বিলাসপুরের সরকারি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তিনি ক্ষতিপূরণের টাকা তুলে দেন। সন্ধ্যায় বিলাসপুর থেকে শিমলা ফেরার পরেই অসুস্থবোধ করেন সুখু। পেটে প্রবল যন্ত্রণার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের অধিকর্তা, চিকিৎসক রাহুল রাও জানান, পরীক্ষা করে দেখা গিয়েছে, মু্খ্যমন্ত্রীর পাকস্থলীতে সংক্রমণ রয়েছে। তিনি আরও জানান, সুখুকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। চার মাস আগে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সুখুকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement