Pension Scheme

স্বামীকে খুন করলেও স্ত্রী পাবেন পারিবারিক পেনশন, রায় পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের

১৯৭২ সালের পেনশন আইন মোতাবেক কোনও বিধবা ফের বিয়ে করলেও ফ্যামিলি পেনশন পাবেন।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৬:১৬
Share:

প্রতীকী ছবি।

সরকারি চাকুরে স্বামীকে খুন করলেও স্ত্রী পারিবারিক পেনশন পাবেন। একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের। শুধুই পর্যবেক্ষণ নয়, এ ব্যাপারে হরিয়ানা সরকারের দেওয়া একটি নির্দেশ খারিজ করে দোষী সাব্যস্ত মহিলাকে তাঁর প্রাপ্য পারিবারিক পেনশন ও অন্যান্য প্রাপ্য অর্থ দু’মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

পর্যবেক্ষণে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের একটি বেঞ্চ বলেছে, ‘‘যে মুরগি ডিম পাড়ে, কেউই তাকে মারে না। যদি কোনও স্ত্রী তাঁর স্বামীকে খুনও করেন, তা হলেও তিনি পারিবারিক পেনশন থেকে বঞ্চিত হতে পারেন না। ফ্যামিলি পেনশন একটি কল্যাণমূলক প্রকল্প। কোনও সরকারি চাকরিজীবীর মৃত্যু হলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্যই এই প্রকল্পের সূচনা হয়েছিল। তাই ভারতীয় দণ্ডবিধির কোনও মামলায় যদি দোষী সাব্যস্ত হন স্ত্রী, তা হলেও তিনি পারিবারিক পেনশন পেতে বাধ্য।’’ ১৯৭২ সালের পেনসন আইন মোতাবেক কোনও বিধবা ফের বিয়ে করলেও পারিবারিক পেনশন পাবেন।

অম্বালার মহিলা বলজিত কউরের একটি আর্জির প্রেক্ষিতেই শুনানি চলছিল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে। বলজিতের আইনজীবী জানান, তাঁর মক্কেলের সরকারি চাকুরে স্বামী তারসেম সিংহ ২০০৮ সালে মারা যান। তার পর ২০০৯ সালে তাঁর মক্কেলের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের হয়। বলজিৎ ২০১১ সালে দোষী সাব্যস্ত হন। দোষী সাব্যস্ত হওয়ার আগে পর্যন্ত তিনি হরিয়ানা সরকারের কাছে থেকে পারিবারিক পেনশনের টাকা পেয়েছিলেন। কিন্তু ২০১১ সাল থেকে তা বন্ধ করে দেয় হরিয়ানা সরকার। বলজিতের তরফে হরিয়ানা সরকারের নির্দেশ খারিজ করার আর্জি জানানো হয়।

Advertisement

সেই আর্জির প্রেক্ষিতে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বেঞ্চ হরিয়ানা সরকারের সংশ্লিষ্ট নির্দেশ খারিজ করে দিয়েছে। বলজিতকে দু’মাসের মধ্যে তাঁর বকেয়া পারিবারিক পেনশনের টাকা ও অন্যান্য প্রাপ্য মিটিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement