Helicopter Crash

Bipin Rawat Helicopter Crash: কুন্নুরে দুর্ঘটনার কবলে সেনা কপ্টার, উদ্ধারকাজের ভিডিয়ো দেখুন

বুধবার বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির জঙ্গলে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে বাহিনী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ১৫:২৫
Share:
Advertisement

তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার কপ্টার। চিফ অব ডিফেন্স স্টাফ তথা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন কপ্টারে ছিলেন। ছিলেন রাওয়তের স্ত্রী মধুলিকাও।
বুধবার বেলা ১২টা ৪০ নাগাদ কুন্নুরের একটি চা বাগানে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। কপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে কয়েক জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে সেনা সর্বাধিনায়ককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। যদিও পরে হাসপাতালে মৃত্যু হয় দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের। দুর্ঘটনা কী ভাবে ঘটল তা জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement