সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়ত ছাড়াও আরও সাত জন ছিলেন ভেঙে পড়া সেনার হেলিকপ্টারে। ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকা রাওয়তও। এছাড়াও বেশ কয়েকজন পদস্থ সেনা কর্তা ছিলেন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হেলিকপ্টারে ছিলেন, চিফ অব ডিফেন্স স্টাফ বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়ত।
ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফের স্ত্রী মধুলিকা রাওয়ত।
ব্রিগেডিয়ার এল এস লিড্ডর।
লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ।
এ ছাড়াও নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল হেলিকপ্টারে ছিলেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও কপ্টারে ছিলেন আরও জনা সাতেক কর্মী।