Raining

Uttarakhand: ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের একাধিক এলাকায় ধস, অবরুদ্ধ আড়াইশোরও বেশি রাস্তা

বৃষ্টির জেরে যে রাস্তাগুলি অবরুদ্ধ হয়ে পড়েছে, তার মধ্যে রয়েছে জাতীয় সড়কও। কেদারনাথ ও বদ্রীনাথ যাওয়ার সংযোগকারী রাস্তাও অবরুদ্ধ।

Advertisement

সংবাদ সংস্থা

দেহরাদূন (উত্তরাখণ্ড) শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ০৯:২৪
Share:

ছবি টুইটার।

প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের একাধিক এলাকায় ধস নেমে বিপত্তি। ২৫০টিরও বেশি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃষ্টির জেরে যে রাস্তাগুলি অবরুদ্ধ হয়ে পড়েছে তার মধ্যে রয়েছে জাতীয় সড়কও। কেদারনাথ ও বদ্রীনাথ যাওয়ার সংযোগকারী রাস্তাও অবরুদ্ধ।

জানা গিয়েছে, ধসের জেরে লাম্বাগড়ে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে ১০-১৫ মিটার অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁশওয়াড়ার কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে হৃষীকেশ-কেদারনাথ জাতীয় সড়ক। ভানেলিগড়ে বিপর্যস্ত জানকিছট্টি-যমুনোত্রী ট্রেক রুট।

Advertisement

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ধারচুলায় ছ’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় ১৭টি বাড়ি থেকে ৫৩ জনকে নিরাপদে সরানো হয়েছে।

এখনই দুর্যোগ কাটছে না বলেই আভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement