Heatwave in Mumbai

ফেব্রুয়ারিতেই মুম্বইয়ে তাপপ্রবাহ! তিন দিনের জন্য সতর্কতা জারি হল বাণিজ্যনগরে

সান্তাক্রুজ়ের মতো বেশ কিছু আবহাওয়া কেন্দ্রের তথ্য বলছে, ওই অঞ্চলগুলিতে তাপপ্রবাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে তাপপ্রবাহ পরিস্থিতি সম্পর্কে এখনও সরকারি ভাবে কোনও রকম পদক্ষেপ করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১
Share:

তাপপ্রবাহের আবহে নাজেহাল মুম্বইবাসী। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশ জুড়ে চলছে শীতের বিদায়পর্ব। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, বড় হচ্ছে দিনের দৈর্ঘ্যও। অথচ সেই ফেব্রুয়ারিতেই মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৮.৫ ডিগ্রিতে! এমনকি, মুম্বই, ঠাণে, পালঘর, রত্নগিরি এবং নভি মুম্বইয়ে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা!

Advertisement

আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী তিন দিন মুম্বই-সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ চলবে। আইএমডির এক আধিকারিক জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষে সে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৬ থেকে ৭ ডিগ্রি বেড়ে গিয়েছে, যা ‘অস্বাভাবিক’। ওই আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘২৬ ফেব্রুয়ারি, অর্থাৎ বুধবারের মধ্যে তাপমাত্রা আরও ১ বা ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে তাতে বিশেষ স্বস্তি মিলবে না।’’ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেড়ে যাওয়ায় এই সময়ে স্থানীয়দের বেশি করে জল খেতে বলা হয়েছে, নয়তো শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে। সঙ্গে শরীর শীতল রাখার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শও দেওয়া হয়েছে।

সান্তাক্রুজ়ের মতো বেশ কিছু আবহাওয়া কেন্দ্রের তথ্য বলছে, ওই অঞ্চলগুলিতে তাপপ্রবাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে তাপপ্রবাহ পরিস্থিতি সম্পর্কে এখনও সরকারি ভাবে কোনও রকম পদক্ষেপ করা হয়নি। এ ছাড়া, কোঙ্কণ উপকূলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আইএমডি-র আবহাওয়াবিদ সোমা সেন রায় বলছেন, ‘‘উত্তর ভারতে পশ্চিমি ঝঞ্ঝার আগমনেই এই বিপত্তি। পাশাপাশি, হিমালয়ের পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতও বাড়তে শুরু করবে। ২৬-২৮ ফেব্রুয়ারি এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement