ফাইল ছবি
তীব্র গরমে হাঁসফাঁস করছে দিল্লি। ঊর্ধ্বমুখী পারদ যেন প্রতিদিনই নতুন রেকর্ড করছে। কোনও আশার খবর তো দূর স্থান, মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন এই তাপপ্রবাহ সহ্য করতে হবে দিল্লিবাসীকে। যা পরিস্থিতি তাতে জাতীয় রাজধানী অঞ্চলে কয়েকটি এলাকায় ‘ইয়োলো অ্যালার্ট’ জারি করেছে মৌসম ভবন। দিল্লি ছাড়াও গরমের দাপট ক্রমশ বাড়ছে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থানে।
দিল্লি ও তার সংলগ্ন এলাকায় উত্তাপ ক্রমশ ঊর্ধ্বমুখী। সফদরজং-এ অবস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে, ওই এলাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস। সূত্রের খবর, আগামী কয়েক দিনে দিল্লির সামগ্রিক তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। দিল্লির মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সব চেয়ে বেশি ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির উষ্ণতম স্থানের তাপমাত্রা রাজস্থানের তাপমাত্রাকে ছাড়িয়ে গিয়েছে বলে মনে করেছেন অনেক। এ ছাড়াও স্পোর্টস কমপ্লেক্স, নজফগড়, পিতামপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি অতিক্রম করেছে। মৌসম ভবনের বিজ্ঞানী আর কে জেনামনি স্পষ্ট করে দিয়েছেন, ১০ জুনের আগে পরিস্থতি উন্নতির সম্ভাবনা প্রায় নেই। দিল্লিবাসীর উদ্দেশে তাঁর সতর্কবার্তা, গরম যে ভাবে বাড়ছে, তাতে যাবতীয় সাবধানতা অবলম্বন করে রাস্তায় বার হওয়া উচিত।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে পূর্ব ভারতে বর্ষা শুরু হয়ে যাবে। তার জেরে উত্তর-পশ্চিম ভারতে প্রাক-বর্ষার ইঙ্গিত মিলতে থাকবে। কিন্তু তার আগে পর্যন্ত তাপপ্রবাহে জ্বলতে হবে দিল্লি ও তার সংলগ্ন এলাকার বাসিন্দাদের।
তীব্র তাপপ্রবাহে নাজেহাল দশা রাজস্থান ও মধ্যপ্রদেশেরও। আবহাওয়া দফতর জানিয়েছে, গত কাল মরু রাজ্যের সব চেয়ে উষ্ণতম এলাকা ছিল শ্রীগঙ্গানগর। সেখানের সর্বোচ্চ তাপমাত্রা সাড়ে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকায় গত কাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ওই সব জায়গার তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দু’এক দিনের মধ্যে এই অগ্নিবাণের হাত থেকে রেহাইয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মৌসম ভবন জানিয়েছে, কেরলে নির্ধারিত সময়ের তিন দিন আগে বর্ষা প্রবেশ করলেও, তার গতি অত্যন্ত ধীর। গত কয়েক দিন রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে ৫ সেন্টিমিটারের মতো। যা স্বাভাবিকের তুলনায় প্রায় অর্ধেক। আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামী এক সপ্তাহের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কর্নাটকের কিছু এলাকায় ভাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।