টিকা-আশ্বাস
Coronavirus

‘কবে পাব’ থেকে ‘নিরাপদ কিনা’, কোভিডের প্রতিষেধক-প্রশ্নের উত্তর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

প্রথম দফায় টিকা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ সামনের সারিতে থাকা কোভিড-যোদ্ধারা।

Advertisement
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ০৩:০৭
Share:

প্রতীকী ছবি।

সাধারণ মানুষের টিকা পেতে কত দিন? শীঘ্রই কি তা মিলবে?

Advertisement

• করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি যাঁদের বেশি, এই মুহূর্তে অগ্রাধিকার তাঁদেরই।

• প্রথম দফায় টিকা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ সামনের সারিতে থাকা কোভিড-যোদ্ধারা।

Advertisement

• দ্বিতীয় ধাপে প্রেশার সুগারের মতো কো-মর্বিডিটি থাকা ব্যক্তিরা।

• তার পরে প্রতিষেধক প্রত্যেকের প্রয়োজন বুঝে।

করোনার বিরুদ্ধে যাঁরা সম্মুখ-সমরে, তাঁদের পরিবারের সদস্যরাও কি শুরুতেই টিকা পাবেন?

• জোগান সীমিত। তাই প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিষেধক। পরে ধাপে ধাপে দেওয়া হবে সকলকেই।

এত কম সময়ে তৈরি টিকা নিরাপদ?

• স্বাস্থ্য-সুরক্ষা এবং কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হওয়ার পরে টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রতিষেধক নেওয়া বাধ্যতামূলক?

• না। তবে নিজেকে রক্ষা করতে, সংক্রমণে লাগাম টানতে টিকা নেওয়ারই পরামর্শ দেওয়া হচ্ছে।

করোনাজয়ীকেও টিকা?

• হ্যাঁ। কারণ, তা শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।

সংক্রমিত ব্যক্তির ক্ষেত্রে?

• কোভিড রিপোর্ট নেগেটিভ এবং অসুখের যাবতীয় উপসর্গ চলে যাওয়ার অন্তত ১৪ দিন পরে টিকাকরণ ।

অনেক টিকার মধ্যে কয়েকটিকে ছাড়পত্র কী ভাবে?

• প্রতিষেধক নির্মাতারা যে পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল) চালিয়েছে, তার ফল দেখে জরুরি ভিত্তিতে প্রয়োগে সায় ডিসিজিআই-এর।

• তবে অবশ্যই নিশ্চিত করতে হবে, যাতে এক জনের দু’টি ডোজ় একই টিকার হয়।

অন্যান্য দেশে যে টিকা দেওয়া হচ্ছে, তা ভারতে কার্যকর হবে?

• যে প্রতিষেধক অনুমোদন পেয়েছে, তা এখানেও সমান কার্যকর।

জানব কী করে যে, আমি টিকা গ্রহণের যোগ্য?

• অনলাইনে নাম নথিভুক্ত করার পরে নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএস মারফত জানানো হবে টিকার দিন-ক্ষণ এবং জায়গা।

• টিকাকরণের পরে দেওয়া হবে কিউআর কোডযুক্ত শংসাপত্রও।

নাম নথিভুক্তিকরণ ও টিকা নেওয়ার জন্য কী কী নথি?

নীচের সরকারি নথিগুলির মধ্যে অন্তত একটি:—

• আধার, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, জব কার্ড বা পেনশনের নথি।

• কাজ হবে শ্রম মন্ত্রকের দেওয়া স্বাস্থ্যবিমা স্মার্ট কার্ড, ১০০ দিনের জব কার্ড, সাংসদ বা বিধায়কের দেওয়া পরিচয়পত্র, ব্যাঙ্ক অথবা ডাকঘরের পাসবইয়ের যে কোনওটিতে, কেন্দ্র, রাজ্য বা বেসরকারি অফিসের দেওয়া পরিচয়পত্রেও।

স্বাস্থ্য দফতরে নথিভুক্তি ছাড়া কি কেউ টিকা পাবেন?

• আপাতত না। স্বাস্থ্য দফতরে নথিভুক্তি বাধ্যতামূলক। সেই সময়ে জমা দিতেই হবে সচিত্র পরিচয়পত্র।

টিকা নিয়েই ছুটি?

• না। কিছু সতর্কতা অবলম্বন করা হবে। যেমন, প্রতিষেধক নেওয়ার পরে টিকাকরণ কেন্দ্রে আধ ঘণ্টা বিশ্রাম। কোনও অস্বস্তি হলে জানাতে হবে কর্তৃপক্ষকে।

• কেন্দ্রে মাস্ক, স্যানিটাইজ়ার, পারস্পরিক দূরত্ব (৬ ফুট) বজায় রাখতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া?

• অল্প জ্বর, সামান্য যন্ত্রণা হতে পারে। তবে বাড়তি কষ্ট হলে, ডাক্তারকে বলুন।

ক্যানসার আক্রান্ত, ডায়াবেটিক বা হাইপারটেনশনের রোগীরা টিকা নিতে পারেন?

• হ্যাঁ।

ডোজ় ক’টি?

• ২৮ দিনের ব্যবধানে দু’টি।

টিকা নেওয়ার কত দিন পরে অ্যান্টিবডি তৈরি হবে?

• সাধারণত দ্বিতীয় ডোজ়ের ১৪ দিন পরে তা তৈরি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement