ফাইল চিত্র।
মহারাষ্ট্রে করোনা আক্রান্তদের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা মিউকোরমাইকোসিসের সংক্রমণ বেড়েই চলেছে। এই ঘটনা নতুন করে চিন্তায় ফেলেছে উদ্ধব ঠাকরে সরকারকে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ২ হাজারের বেশি করোনা রোগীর শরীরে এই ছত্রাকের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘এখনও পর্যন্ত যা খবর তাতে ২ হাজারের বেশি রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস দেখা গিয়েছে। যে হারে রোগীর সংখ্যা বাড়ছে তাতে এই ছত্রাকের সংক্রমণও বাড়বে। সরকার সিদ্বান্ত নিয়েছে মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত হাসপাতালগুলিতে মিউকোরমাইকসিস হওয়া রোগীদের চিকিৎসা করা হবে।’’
রাজেশ আরও বলেন, ‘‘এই ছত্রাক সংক্রমিত হওয়া রোগীদের মধ্যে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। তাই এই ধরনের রোগীদের একাধিক চিকিৎসকের তত্ত্বাবধানে রাখতে হচ্ছে।’’
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের চালু করে করা ‘মহাত্মা ফুলে জন আরোগ্য যোজনা’ নামে যে স্বাস্থ্য বিমা প্রকল্প রয়েছে, তার আওতায় মহারাষ্ট্রের এক হাজার হাসপাতাল রয়েছে। সেখানেই বিনামূল্যে এই রোগের চিকিৎসা করানো হবে। ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগের চিকিৎসায় মূল ছত্রাক প্রতিরোধী ওষুধ ‘অ্যাম্ফোটেরিসিন বি’ ব্যবহার করা হচ্ছে। সেই ওষুধের দাম কমানোর কথাও ভাবছে মহারাষ্ট্র সরকার।