ক্ষমা চেয়ে ‘টিকা চোর’-এর রেখে যাওয়া সেই চিরকুট। ছবি- টুইটারের সৌজন্যে।
পুলিশ, প্রশাসনকে রীতিমতো চমকে দিলেন হরিয়ানার সেই ‘কোভিড টিকা চোর’। যেখান থেকে নিয়ে গিয়েছিলেন, সে খানেই তিনি রেখে এলেন বুধবার রাত থেকে উধাও হয়ে যাওয়া ‘কোভিশিল্ড’ আর কোভ্যাক্সিন’-এর ১ হাজার ৭১০টি ডোজের বাক্স। সঙ্গে রেখে এলেন একটি চিরকুটও। যাতে তিনি না বুঝে কোভিড টিকা চুরির জন্য ক্ষমাও চেয়ে নিলেন। এমনই এক ‘মানবিক চোর’-এর কীর্তির সাক্ষী থাকল হরিয়ানা।
পুলিশ জানাচ্ছে, জিন্দের যে হাসপাতাল থেকে কোভিড টিকার ডোজে ভরা বাক্সটি বুধবার উধাও হয়েছিল, শুক্রবার সেই হাসপাতাল চত্বরে একটি চায়ের দোকানে পাওয়া যায় সেই বাক্সটি। পাশে ছিল একটি চিরকুট। তাতে সেই ‘চোর’ হিন্দিতে লিখেছে, ‘‘আমি খুব দুঃখিত। বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল (সরি, পাতা নেহি থা ইসমে করোনা কি দাওয়াই থি)।’’
ওই বাক্সে ছিল কোভিশিল্ড টিকার ১ হাজার ২৭০টি আর কোভ্যাক্সিন টিকার ৪৪০টি ডোজ।
‘চোর’-এর মানবিকতার এই দিকটি মন কেড়েছে অনেক নেটাগরিকের।